BJP: দলের কেন্দ্রীয় দফতরে কোটি কোটি টাকা বাকি, মকুবের সিদ্ধান্ত মোদী সরকারের

 

বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বিজেপি (BJP), কংগ্রেস সহ ১৪ টি রাজনৈতিক দলকে স্বস্তি দিতে কমপক্ষে বকেয়া ১৫০ কোটি টাকা মকুব করছে। দলগুলি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের জন্য রাজধানী দিল্লিতে যে জমি নিয়েছে তাতে ছাড় দেওয়া হবে।

   

এই দলগুলির একত্রে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের কাছে ১৫০ কোটি টাকা বকেয়া রয়েছে। বিজেপি, কংগ্রেস, সিপিআই, তৃণমূল কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড) এবং এআইডিএমকে সহ অন্যান্য দলগুলির মধ্যে ২০০০-২০১৭ সালের মধ্যে সরকার-নির্ধারিত প্রাতিষ্ঠানিক হারে জমি বরাদ্দ করা হয়েছিল বাজার দরের চেয়ে অনেক কমে। তবে দলগুলির তরফে টাকা সম্পূর্ণ মেটানো হয়নি। এই তালিকা সবথেকে বেশি ধারের পরিমাণ নিয়ে শীর্ষে আছে বিজেপি।

জানা গিয়েছে, দীনদয়াল উপাধ্যায় মার্গের ৪ একরের কিছু বেশি জমি বাবদ বিজেপির ৭০ কোটি টাকা বকেয়া, কোটলা রোডে ২ একর জমির জন্য কংগ্রেসের বকেয়া প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন