নয়াদিল্লি: কোভিড সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার৷ সেই পরিস্থিতিতে দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দিতে ৮১ কোটি মানুষকে বিনা পয়সায় বা ভর্তুকিযুক্ত রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়৷ তবে মহামারী অনেক দিন আগেই বিদায় নিয়েছে৷ তবে এখনও বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্রের সরকার৷ দেশের ৮১ কোটি মানুষ বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত মূল্যে রেশন পাচ্ছে। কেন্দ্রের এই উদ্যোগ নিয়েই সোমবার প্রশ্ন তুলল শীর্ষ আদালত। কেন্দ্রের উদ্দেশে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চের প্রশ্ন, ‘কতদিন ধরে এই ফ্রিবিজ চলবে?’ এদিন আদালত বলে, ‘বিনামূল্যে রেশন দেওয়ার বদলে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত৷’ (Modi Government free ration scheme)
৮১ কোটি গরিব মানুষকে রেশন Modi Government free ration scheme
সোমবার কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, ২০১৩ সালের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী ৮১ কোটি গরিব মানুষকে চাল, গম ও অন্যান্য খাদ্যদ্রব্য বিনামূল্যে দিচ্ছে। কিন্তু, আইনজীবী প্রশান্ত ভূষণের অভিযোগ, তা সত্ত্বেও ২ থেকে ৩ কোটি মানুষ এখনও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে৷
২০২০ সালে করোনা-পর্বের মাঝে পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও দুর্দশার বিষয়ে স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা গ্রহণ করেছিল শীর্ষ আদালত। এদিন সেই মামলারই শুনানি ছিল।
শুধুমাত্র করদাতারাই বাদ Modi Government free ration scheme
এদিন এনজিও-র পক্ষ থেকে শুনানিতে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি আদালতকে জানান, সরকারের ‘ই-শ্রম পোর্টালে’ নিবন্ধিত সমস্ত পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করা হোক৷
আদালত জানতে চায়, বর্তমানে কতজন মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন৷ উত্তরে তিনি জানান, ৮১ কোটি মানুষ৷ যা শোনার পর বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘তার মানে শুধুমাত্র করদাতারাই বাদ রয়েছেন। তাঁর প্রশ্ন, ‘আর কতদিন এই ফ্রিবিজ দেওয়া সম্ভব? কেন আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের সুযোগ, কর্মসংস্থান এবং তাঁদের স্বাবলম্বী করার চেষ্টা করছি না?’
সকলের হাতে রেশন কার্ড Modi Government free ration scheme
প্রশান্ত ভূষণ জানান, পরিযায়ী শ্রমিকরা সকলে যাতে বিনামূল্যে রেশন পেতে পারেন, তা নিশ্চিত করতে শীর্ষ আদালতই বিভিন্ন সময়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সকলের হাতে রেশন কার্ড তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি আরও জানান, শীর্ষ আদালত তার সর্বশেষ নির্দেশে বলেছিল, যাঁদের রেশন কার্ড নেই, অথচ ই-শ্রম পোর্টালের নাম নিবন্ধন রয়েছে, তাদেরও বিনামূল্যে রেশন দিতে হবে।
এর পরেই বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘এটাই হল সমস্যা। আমরা যখনই রাজ্যগুলিকে সমস্ত পরিযায়ী শ্রমিকদেকদের বিনামূল্যে রেশন দেওয়ার নির্দেশ দিই, তখন আর কাউকে দেখা যায় না। জনগণকে খুশি করতে রাজ্যগুলিও রেশনকার্ড দেওয়া শুরু করে৷ কারণ রাজ্যগুলি জানে, রেশন দেওয়ার দায়িত্ব কেন্দ্রের৷’’ তবে এই নির্দেশ যখন দেওয়া হয়েছিল, তখন পরিযায়ী শ্রমিকদের অবস্থা শোচনীয় ছিল৷ এখন সময় বদলেছে৷
Bharat: Modi Government’s free ration scheme for 81 crore people continues post-COVID lockdown. Supreme Court questions duration. Solicitor General Tushar Mehta defends under NFSA 2013. 2-3 crore still outside the scheme.