Yoga Day: আন্তর্জাতিক যোগ দিবসে ৭৫টি ঐতিহাসিক স্থানে যোগাভ্যাস করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা

"From Gyms to Cycles: GST Reforms Reflect PM’s Vision for a Healthier India"

এবারের আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) অন্যরকম হতে চলেছে। জানা গিয়েছে, এবার দেশের ৭৫টি বিভিন্ন ঐতিহাসিক স্থানে যোগাভ্যাস করতে দেখা যাবে মোদী সরকারের ৭৫ জন মন্ত্রীকে।

Advertisements

আগামী ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যখন কর্ণাটকের মহীশূর প্যালেসে যোগব্যায়াম করবেন। তখন তাঁর মন্ত্রিসভার ৭৫ জন মন্ত্রী দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলিতে যোগব্যায়াম করবেন।

সূত্রের খবর, দেশে স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের কথা মাথায় রেখে মোদী সরকার যোগাভ্যাসের জন্য ৭৫টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানকে চিহ্নিত করেছে। সেই সঙ্গে এই ৭৫টি জায়গায় যোগাভ্যাস করবেন ৭৫ জন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাসিকের পবিত্র জ্যোতির্লিঙ্গ ত্রিম্বকেশ্বর মন্দির চত্বরে যোগব্যায়াম করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে, দিল্লির লোটাস টেম্পল থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, নাগপুরের জিরো মাইল স্টোন থেকে নিতিন গডকড়ী, দিল্লির যন্তর মন্তর থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, হিমাচলের কাংড়া কেল্লা থেকে ধর্মেন্দ্র প্রধান, হিমাচলের নলগড় দুর্গ থেকে অনুরাগ ঠাকুর যোগাসন করবেন।

Advertisements

একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি লখনউ থেকে, ভূপেন্দ্র যাদব অযোধ্যা থেকে, নরেন্দ্র সিং তোমর মধ্যপ্রদেশের খাজুরাহো থেকে, ঝাড়খণ্ড থেকে অর্জুন মুন্ডা, মেরিন ড্রাইভ থেকে মুম্বই থেকে পীযূষ গোয়েল, কর্নাটকের হাম্পি থেকে প্রহ্লাদ যোশী, পুনে থেকে নারায়ণ রানে, উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রি ফোর্ট থেকে মুখতার আব্বাস নকভি, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে বীরেন্দ্র কুমার যোগাভ্যাস করবেন।

আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে অনুরোধ করেছেন, যোগকে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে গড়ে তুলতে।