১০ লক্ষেরও বেশি ভোটে জিতছেন অমিত শাহ (Amit Shah)! হ্যাঁ ২০২৪ সালের লোকসভা ভোটের গণনার আগেই এমনই ঘোষণা করা হল। ভোট গণনার কিছুক্ষণ আগেই এহেন ঘোষণা শুনে সকলেই স্বাভাবিকভাবে অবাক হয়েছেন।
চলতি লোকসভা ভোটে গুজরাটের গান্ধীনগর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন অমিত শাহ। এদিকে আজ গান্ধীনগরে সানন্দের বিধায়ক কানু প্যাটেল বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখান থেকে বিপুল ভোটে জিততে চলেছেন। আমরা গান্ধীনগর লোকসভা থেকে একটি খুব বড় লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা ১০ লক্ষেরও বেশি লিড পেতে চলেছি।”
২০১৯ সালে গান্ধীনগর আসন থেকে বিজেপির প্রার্থী হয়ে আডবাণীর রেকর্ড ভেঙে ৫ লক্ষ ভোটে জিতেছিলেন অমিত শাহ। এবার তিনি লড়ছেন কংগ্রেস নেত্রী সোনাল প্যাটেলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। গান্ধীনগর আসনটি ৩৫ বছর ধরে বিজেপির দখলে রয়েছে। অমিত শাহের আগে এই আসনটি ছিল বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর। এই আসনটিকে বিজেপির অত্যন্ত নিরাপদ আসন বলে মনে করা হয়। আডবাণী এই আসনে ছয়বার জিতেছেন। এরপর ২০১৯ সালে এই কেন্দ্র থেকে অমিত শাহকে প্রার্থী করেছিল বিজেপি। এখান থেকে দ্বিতীয়বার লড়ছেন অমিত শাহ। এখন এটাই দেখার অমিত শাহ জেতেন কিনা।
#WATCH | Gandhinagar, Gujarat: Sanand MLA Kanu Patel says, “Union Home Minister Amit Shah is going to win from here with a huge margin. We have set a very big target from Gandhinagar Lok Sabha and we are thinking of a lead of more than 10 lakhs….” pic.twitter.com/MRPgRkh3pz
— ANI (@ANI) June 4, 2024