অলৌকিক অযোধ্যা! এই পবিত্র মুহূর্তটি ৫০০ বছর পর এসেছে, দীপোৎসব নিয়ে পোস্ট প্রধানমন্ত্রী মোদির

রাম মন্দিরে ভগবান রামের মূর্তি স্থাপন এরপর এবার অযোধ্যায় (Ayodhya) পালিত হল দীপাবলির (Diwali) প্রথম ও অষ্টম দীপোৎসব। সমগ্র অযোধ্যা রামময়। দীপোৎসবের অংশ হতে দেশ-বিদেশের…

Ayodhya Diwali

short-samachar

রাম মন্দিরে ভগবান রামের মূর্তি স্থাপন এরপর এবার অযোধ্যায় (Ayodhya) পালিত হল দীপাবলির (Diwali) প্রথম ও অষ্টম দীপোৎসব। সমগ্র অযোধ্যা রামময়। দীপোৎসবের অংশ হতে দেশ-বিদেশের মানুষ ছুটে আসেন এখানে। আলোর উৎসবের জাঁকজমক যে কাউকেই মুগ্ধ করবে। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী (PM Modi) লিখেছেন, অলৌকিক অযোধ্যা! মরিয়দা পুরুষোত্তম ভগবান শ্রী রাম তাঁর বিশাল মন্দিরে উপবিষ্ট হওয়ার পর এটিই প্রথম দীপাবলি (Diwali)। অযোধ্যার শ্রী রামলালা মন্দিরের এই অপরূপ রূপ সবাইকে অভিভূত করতে চলেছে।

   

প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ৫০০ বছর পরে, রাম ভক্তদের অগণিত ত্যাগ এবং অবিরাম ত্যাগ এবং তপস্যার পরে এই পবিত্র মুহূর্তটি এসেছে। আমরা ভাগ্যবান যে আমরা সবাই এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছি। আমি আত্মবিশ্বাসী যে ভগবান শ্রী রামের জীবন ও আদর্শ দেশবাসীর জন্য একটি উন্নত ভারতের সংকল্প অর্জনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জয় সিয়া রাম!

 

অপর একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, বিস্ময়কর, অতুলনীয় এবং অকল্পনীয়! লাখো প্রদীপে আলোকিত রামলালার পবিত্র জন্মভূমিতে আলোর এই উৎসবের জন্য অযোধ্যাবাসীকে অনেক অনেক অভিনন্দন! অযোধ্যাধাম থেকে নির্গত এই আলোর রশ্মি সারা দেশে আমার পরিবারের সদস্যদের মধ্যে নতুন উদ্যম ও নতুন শক্তি পূর্ণ করবে। আমি কামনা করি যে ভগবান শ্রী রাম সমস্ত দেশবাসীকে সুখ, সমৃদ্ধি এবং একটি সফল জীবনের আশীর্বাদ করুন। জয় শ্রী রাম!

আলোর উৎসবে ঝলমল করছে অযোধ্যা। বুধবার সার্যু উপকূলে অষ্টম দীপোৎসব উপলক্ষে দুটি বিশ্বরেকর্ড হয়েছে। একসঙ্গে আরতি করেন ১ হাজার ১২১ জন। ২৫ লাখ ১২ হাজার ৫৮৫টি প্রদীপ জ্বালানো হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।