HomeBharatCyclone Michaung: এগিয়ে আসছে মিগজাউম, কতটা আঘাত হানবে? চলছে সতর্কতা

Cyclone Michaung: এগিয়ে আসছে মিগজাউম, কতটা আঘাত হানবে? চলছে সতর্কতা

- Advertisement -

দক্ষিণবঙ্গের শীতে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। শীতের আমেজ থমকেছে। বাড়বে রাতের তাপমাত্রা। সকাল-সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া অতি গভীর নিম্নচাপ রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আপাতত পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটা সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এরপর গতিপথ পরিবর্তন করে শুধুই উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়। মঙ্গলবার দুপুর অথবা বিকেলে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে।

   

নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ উপকূলে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশা উপকূলে সোম ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

পরিস্থিতি বুঝে হা়ওড়া-চেন্নাই ও ভূবনেশ্বর, হায়দরাবাদের মধ্যে চলাচলকারী ১৪৪টি এক্সপ্রেস ট্রেন বাতিল করল দক্ষিণ-মধ্য রেল।দক্ষিণ পূর্ব রেলের একা়দিক ট্রেন বাতিল বলে জানা গেছে। রেল সূত্রে খবর, হাওড়া, শালিমার এবং সাঁতরাগাছি থেকে ১৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। করমণ্ডল এক্সপ্রেস, চেন্নাই মেল, দুরন্ত এক্সপ্রেসসহ একাধিক ট্রেন বাতিল।

রবিবার থেকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পুডুচেরির উপকূলে শুরু হবে জলস্ফিতি ও ভারী বৃষ্টি। প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সতর্কতায় উল্লিখিত রাজ্যগুলির উপকূলের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। ঝড়ের সতর্কতায় ট্রেন চলাচল বাতিল। ওই সময়ে সংশ্লিষ্ট এলাকায় বিমান চলাচল করবে না। তেমনই জাহাজ চলাচলেও জারি নিষেধাজ্ঞা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular