ECI Results: গেহলট-পাইলট শিবির পরাজিত, পিসির সাথে ভাইপো ক্ষমতায়?

চার রাজ্যের বিধানসভা ভোটের গণনা শুরুর পর থেকেই পূর্বঘোষিত এক্সিট পোল বার্তা মিলছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিসগড়ের ভোট ফলাফলে কোথাও বিজেপির হাসি কোথাও কংগ্রেসের হাসি।…

4-state-assembly-election-results

চার রাজ্যের বিধানসভা ভোটের গণনা শুরুর পর থেকেই পূর্বঘোষিত এক্সিট পোল বার্তা মিলছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিসগড়ের ভোট ফলাফলে কোথাও বিজেপির হাসি কোথাও কংগ্রেসের হাসি। তবে গণনার সর্বশেষ ফল আসতে বেলা গড়িয়ে যাবে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান (ECI Results)-এ বেলা ১১টা পর্যন্ত রাজ্যভিত্তিক ফলাফল:

পরিবর্তন নিয়ম মেনে রাজস্থানে (Rajasthan) পরাজিত কংগ্রেস। ফের মুখ্যমন্ত্রীর পদে আসছেন রানি বসুন্ধরা রাজে সিন্ধি। আর মধ্যপ্রদেশে সরকার ধরে রাখছে বিজেপি। এ রাজ্যে মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি ও বসুন্ধরা পরস্পর ‘বুয়া-ভাতিজা’ অর্থাত পিসি ও ভাইপো। ছত্তিসগড়ে চলছে কংগ্রেস ও বিজেপির চরম লডাই। তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার হতে চলেছে।

তেলাঙ্গানায়(Telengana) ম্যাজিক ফিগার (৬০) এর কাছাকাছি কংগ্রেস। আপাতত কংগ্রেসের আসন সংখ্যা হল ৫৯। ভারত রাষ্ট্রীয় সমিতি ৩৭টি আসনে এগিয়ে আছে। বিজেপি জোট এগিয়ে আছে নয়টি আসনে। অন্যান্যদের দখলে আছে ২টি আসন।

ছত্তিশগড়ের লেটেস্ট ট্রেন্ড বলছে কংগ্রেসকে পিছনে ফেলে দিয়েছে বিজেপি। সরকার গড়তে দরকার ৪৮টি আসন। আর সর্বশেষ ট্রেন্ডে দেখা যাচ্ছে, কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৮টি আসন ও বিজেপি এগিয়ে থাকছে ৪৮টি আসনে। সিপিআই পেয়েছে ১ টি।

মধ্যপ্রদেশে(Madhyapradesh) সকাল থেকে কাঁটায় কাঁটায় টক্কর চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। টান টান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। কংগ্রেসকে পিছনে ফেলে কিছুটা অ্যাডভান্টেজে রয়েছে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১১৬ আসন। লেটেস্ট ট্রেন্ড বলছে বিজেপি এগিয়ে ১৫৩টি আসনে। কংগ্রেস এগিয়ে আছে ৬৯টি আসনে। অন্যান্যরা তিনটি আসনে এগিয়ে রয়েছে।

বেলা বাড়তেই খেলা ঘুরছে রাজস্থানে। লিড বাড়িয়ে এগিয়ে যাচ্ছে বিজেপি। আর প্রাথমিক ট্রেন্ড প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস বিজেপির কর্মী-সমর্থকদের অন্দরে। সর্বশেষ আপডেট অনুযায়ী, রাজস্থানে ১১৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি শিবির। কংগ্রেস এগিয়ে আছে ৬৯টি আসনে। অন্যান্যরা এগিয়ে আছে ১৩টি আসনে।