কলকাতা: ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (ULFA) এবং এর সমস্ত শাখা ও ফ্রন্ট সংগঠনকে অবৈধ সংগঠন হিসেবে ঘোষণা করার যথেষ্ট কারণ রয়েছে কিনা, তা খুঁজে বার করতে গৃহমন্ত্রক (MHA) অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) ট্রাইব্যুনাল গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রক৷ (MHA tribunal ULFA ban extension)
গেজেট নোটিফিকেশন MHA tribunal ULFA ban extension
স্বরষ্ট্র মন্ত্রক এক গেজেট নোটিফিকেশনে জানিয়েছে, এই ট্রাইব্যুনালের নেতৃত্বে রয়েছেন গৌহাটি হাই কোর্টের বিচারপতি মাইকেল জথাংখুমা। ১৯৬৭ সালের অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ধারা ৫(১) এর অধীনে এই ট্রাইব্যুনাল গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রক৷
সম্প্রতি ULFA-র ওপর আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে৷ এর ঠিক এক মাসের মাথায় ট্রাইব্যুনাল গঠন করা হল৷ ULFA-এর বিরুদ্ধে অভিযোগ, তারা অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে কাজ করছে৷ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ করে তোলাবাজি করছে৷ অসমের পাহাড়ি এলাকায় হিংসা ছড়াচ্ছে৷ ১৯৯০ সালে ULFA প্রথম নিষিদ্ধ হয়েছিল৷ তারপর থেকে ধাপে ধাপে বহু বার নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ, ২০১৯ সালের ২৭ নভেম্বর ULFA-কে ১৯৬৭ সালের অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে নিষিদ্ধ করা হয়।
অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি MHA tribunal ULFA ban extension
নিষেধাজ্ঞার সম্প্রসারণের সময়ে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ULFA ও তার সমস্ত শাখা, উইং ও ফ্রন্ট সংগঠনগুলি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিরুদ্ধে কার্যকলাপে লিপ্ত। অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে এই জঙ্গি সংগঠন৷ ভয় দেখিয়ে তোলাবাজি করে তারা সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করছে। এছাড়াও, বেআইনি অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে চলেছে ULFA জঙ্গিরা৷ গত পাঁচ বছরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়েছে ULFA৷
গত পাঁচ বছরে ULFA-র তিনজন ক্যাডার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে৷ ১৫টি মামলা দায়ের হয়েছে এবং ওই তিন ক্যাডারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আরও ৫৬ জন ক্যাডার গ্রেপ্তার এবং ৬৩ জন আত্মসমর্পণ করেছে। এছাড়াও, ২৭টি অস্ত্র, ৫৫০ রাউন্ড গুলি, ৯টি গ্রেনেড এবং ২টি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) উদ্ধার করা হয়েছে।
ULFA-সহ ১৭টি সংগঠনকে অবৈধ ঘোষণা
বর্তমানে, ULFA-সহ ১৭টি সংগঠনকে অবৈধ বলে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এর মধ্যে রয়েছে সিমি (SIMI), এনডিএফবি (NDFB), মণিপুরের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীসহ আরও অনেক।
উল্লেখ্য, ১৯৬৭ সালের অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার যে কোনো সংগঠনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে৷ যা পুরো দেশের জন্য প্রযোজ্য হবে।
Bharat: The Ministry of Home Affairs forms a tribunal to determine if ULFA and its affiliates should be declared illegal organizations. Led by Justice Michael Zothankhuma, the tribunal follows the extension of ULFA’s ban for another five years.