বেলজিয়ামে চোকসির নাটকীয় গ্রেফতারি! পিএনবি কেলেঙ্কারিতে নতুন মোড়

নয়াদিল্লি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসি অবশেষে বেলজিয়ামে গ্রেফতার হলেন। ভারতীয় তদন্ত সংস্থার দীর্ঘ চাপ ও কূটনৈতিক তৎপরতার ফলেই…

Mehul Choksi arrested

নয়াদিল্লি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসি অবশেষে বেলজিয়ামে গ্রেফতার হলেন। ভারতীয় তদন্ত সংস্থার দীর্ঘ চাপ ও কূটনৈতিক তৎপরতার ফলেই এই সাফল্য এসেছে বলে নিশ্চিত সূত্রে জানা গিয়েছে৷ (Mehul Choksi arrested)

চোকসিকে ১২ এপ্রিল বেলজিয়ামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাকড়াও করে সেখানকার পুলিশ। এই গ্রেফতারি হয় ভারতের সিবিআই (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর অনুরোধে। জানা গেছে, তিনি গত ছয় মাস ধরে বেলজিয়ামে অবস্থান করছিলেন এবং রক্ত ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন।

চোকসির পরিকল্পনা ছিল সুইজারল্যান্ডে চিকিৎসার জন্য যাত্রা করার, কিন্তু তার আগেই ভারতীয় সংস্থাগুলোর তৎপরতায় তাঁকে আটক করা হয়।

২০১৮ থেকে পলাতক, এবার দেশে ফেরার পালা? Mehul Choksi arrested

২০১৮ সালে ৬,০৯৫ কোটি টাকার জালিয়াতির অভিযোগ ওঠে চোকসির বিরুদ্ধে। পরে জানা যায়, PNB-র সঙ্গে চোকসি ও তার ভাইপো নীরব মোদীর সম্পৃক্ততায় পুরো কেলেঙ্কারির পরিমাণ ১৩,০০০ কোটি টাকারও বেশি।

চোকসির সংস্থা গিতাঞ্জলি জেমস এবং একাধিক ব্যাঙ্ক কর্মকর্তা এই মামলায় অভিযুক্ত। প্রতারণার পদ্ধতি ছিল অত্যন্ত সূক্ষ্ম—LOU ও FLC-এর মাধ্যমে বিদেশি ব্যাঙ্ক থেকে অর্থ তুলে সেটি বিদেশে পাচার ও লেয়ারিং করা হয়।

চিকিৎসা অজুহাত, কিন্তু উড়ে গিয়েছিলেন অ্যান্টিগুয়া থেকে বেলজিয়াম! Mehul Choksi arrested

চোকসির আইনজীবীরা আদালতে বারবার দাবি করে আসছিলেন যে, তার শারীরিক অবস্থা গুরুতর এবং তিনি ভ্রমণের অযোগ্য। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ পাল্টা যুক্তি দিয়ে বলে—যদি তিনি অ্যান্টিগুয়া থেকে বেলজিয়াম যেতে পারেন, তবে ভারতে ফিরেও চিকিৎসা নিতে পারেন। সেই যুক্তিই কার্যকর প্রমাণিত হয়েছে।

Advertisements

আসছে বড় লড়াই: জামিন ও প্রত্যর্পণ ঠেকাতে আইনি কৌশল Mehul Choksi arrested

চোকসি এখন বেলজিয়ামের এক ডিটেনশন সেন্টারে রয়েছেন। তিনি খুব শিগগিরই জামিনের আবেদন করতে পারেন। এছাড়াও, আগেই অ্যান্টিগুয়ায় তার “অপহরণের চেষ্টা”-র অভিযোগকে সামনে রেখে তিনি বেলজিয়ামে আইনি লড়াই শুরু করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভারত যদিও প্রত্যর্পণের পাশাপাশি তাকে সরাসরি ডিপোর্ট করার পথও খুঁজছে। এদিকে, তার ভাইপো নীরব মোদী এখনও লন্ডনের কারাগারে বন্দি, এবং সেখানেও তার প্রত্যর্পণ আটকে দিতে মরিয়া চেষ্টা চলছে।

দেশে ফিরলে বিচার নিশ্চিত Mehul Choksi arrested

চোকসির বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক চার্জশিট জমা পড়েছে মুম্বইয়ের আদালতে। তাকে ফিউজিটিভ ইকনমিক অফেন্ডার ঘোষণার প্রক্রিয়াও চলছে। যদি তাঁকে দেশে ফেরানো যায়, তবে ভারতের ইতিহাসে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

 Bharat: Mehul Choksi, accused in the PNB scam, arrested in Belgium after years on the run. Indian agencies secured his capture amid diplomatic efforts. Choksi was undergoing cancer treatment. Will he finally face justice? Stay updated on this high-profile financial fraud case.