Indian Army: আমেরিকার অস্ত্র হাতে ভারতের দিকে এগিয়ে আসছে আফগান জঙ্গিরা: সূত্র

ভারতের দিকে এগিয়ে আসছে আফগানিস্তানের জঙ্গিরা। এক বিশেষ রিপোর্টে সূত্র (Indian Army) উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম। জানানো হয়েছে, জঙ্গিদের সঙ্গে রয়েছে আমেরিকার…

taliban and Isis militant clash near afghan capital kabul

ভারতের দিকে এগিয়ে আসছে আফগানিস্তানের জঙ্গিরা। এক বিশেষ রিপোর্টে সূত্র (Indian Army) উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম। জানানো হয়েছে, জঙ্গিদের সঙ্গে রয়েছে আমেরিকার মারণ কিছু অস্ত্র। 

রিপোর্ট মোতাবেক, আফগানিস্তানে (Afghanistan) জঙ্গী অভ্যুত্থানের প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্তরে। পাকিস্তান (Pakistan) হয়ে ভারতের দিকে এগিয়ে আসছে জঙ্গি বাহিনী। দলে রয়েছে দুর্ধর্ষ সন্ত্রাসবাদীরা। সতর্ক রয়েছে ভারতীয় সেনা। 

ভারতীয় সেনার এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, পাকিস্তান বরাবর সীমান্ত রেখায় অশনি সংকেত দেখা দিয়েছে। আফগান সরকারের পতনের পর বদলাতে শুরু করেছে পরিস্থিতি। তৈরি রয়েছেন ভারতের জওয়ানরা। 

Advertisements

আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে সেখানে অস্ত্র, যুদ্ধ সামগ্রী রেখে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা। সেই ছবি চাউর হয়েছিল আন্তজার্তিক মহলে। আমেরিকা দাবি করেছিল যে অস্ত্রগুলো অকেজো। কিন্তু সময় এগোনোর সঙ্গে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। ভারতের দিকে এগিয়ে আসছে জঙ্গি। আশঙ্কা ভারতীয় সেনা কর্তার।