Arunachal Pradesh: ভারতের ৩০ জায়গার নাম বদল! চিনের মুখে ঝামা ঘষল ভারত

অরুণাচল প্রদেশের বহু জায়গার নাম বদলে দিয়েছে চিন। ভারতীয় নাম বদলে চাইনিজ নাম দিয়েছে চিন বলে অভিযোগ। এবার এই ঘটনা প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানালো ভারতের…

অরুণাচল প্রদেশের বহু জায়গার নাম বদলে দিয়েছে চিন। ভারতীয় নাম বদলে চাইনিজ নাম দিয়েছে চিন বলে অভিযোগ। এবার এই ঘটনা প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানালো ভারতের বিদেশমন্ত্রক, যা শুনলে চমকে যাবেন আপনিও। অরুণাচল প্রদেশের জায়গাগুলির নাম চিন দ্বারা পরিবর্তন করা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বিদেশমন্ত্রকের সরকারী মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। সেইসঙ্গে বলেছেন, “চিন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের অর্থহীন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা দৃঢ়ভাবে এ ধরনের প্রচেষ্টা প্রত্যাখ্যান করছি। উদ্ভাবিত নাম নির্ধারণ করা এই বাস্তবতা পরিবর্তন করবে না যে অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং সর্বদা থাকবে।”

এদিকে এই ঘটনায় গর্জে উঠেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “চিনের আরও একটি গিমিক। ভারতের একজন গর্বিত নাগরিক এবং অরুণাচল প্রদেশের বাসিন্দা হিসাবে আমি অরুণাচল প্রদেশের মধ্যে স্থানগুলির নামকরণের এই পদক্ষেপের তীব্র নিন্দা করছি। চিন যে জায়গাগুলির নাম বদল করেছে সেগুলি একমাত্র ভারতের।”

এদিকে অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নাম চিনের বদল করায় যোগ্য জবাব দিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের রাজ্য ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ সুরাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জয়শঙ্কর বলেন, “নাম পরিবর্তন করে কোনও লাভ হবে না। আমি যদি তোমার বাড়ির নাম পরিবর্তন করি, তবে কি এটি আমার হয়ে যাবে? অরুণাচল প্রদেশ ভারতের রাজ্য ছিল, আছে এবং থাকবে। নাম পরিবর্তন করলেও কিছু হয় না, আবার এর কোনো প্রভাবও পড়বে না। আপনারা সবাই জানেন যে আমাদের সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর লোকজন জানে সেখানে তাদের কী করতে হবে। “