ভেঙে পড়ছে পাহাড়ের বড় বড় চাঙর, ভূমিধসের আতঙ্কে কাঁপছে বদ্রীনাথ

Massive Landslide On Badrinath National Highway , ভেঙে পড়ছে পাহাড়ের বড় বড় চাঙর, ভূমিধসের আতঙ্কে কাঁপছে বদ্রীনাথ

উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠের চুঙ্গি ধারে বদ্রীনাথ জাতীয় সড়কে বুধবার সকালে ব্যাপক ভূমিধস হয়। ফলে ওই সড়কে এ দিন সকাল থেকে বেশ কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

জোশীমঠের চুঙ্গি ধারে এই পাহাড় থেকে পাথর খসে পড়ার ঘটনাটি ঘটেছে ।

   

ভূমিধসের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যার একটি-তে দেখা যাচ্ছে যে, পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে হড়াতে গড়াতে রাস্তার উপর পড়েছে। প্রথমে পাহাড় থেকে ধ্বংসাবশেষ সহ বড় বড় পাথর পড়তে শুরু করে, তারপর ওই অংশের গোটা পাহাড়টাই ধসে পড়ে ওপর থেকে। এরপরই বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়।

তবে, প্রথম থেকেই প্রশাসন সতর্ক থাকায় ভূমিধসের ঘটনার সময় বদ্রীনাথ জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী পুণ্যার্থী ও স্থানীয় লোকজনের কোনও ক্ষতি হয়নি।

গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রচুর সংখ্যক রাস্তা অবরুদ্ধ, চম্পাওয়াত এবং উধম সিং নগর জেলার বেশ কয়েকটি গ্রাম অবিরাম বৃষ্টির কারণে জলমগ্ন।

উত্তরাখণ্ডের নদীগুলিও জোশীমঠের কাছে বিষ্ণু প্রয়াগে বিপদ সংকেতের কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবারও চামোলিতে দু’টি জায়গায় ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার কারণে বদ্রীনাথ হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে ব্যস্ত ভানেরপানি-পিপালকোটি নাগা পঞ্চায়েত সড়ক এবং আংথালা সড়ক প্রভাবিত হয়। ফলে, অনেক যাত্রী এবং স্থানীয়রা আটকা পড়েছে। ।

পুলিশ জানিয়েছে, গত শনিবার হায়দ্রাবাদের দুই পর্যটক চামোলি জেলায় ভূমিধসের পরে পাথরের আঘাতে প্রাণ হারান। অতিবৃষ্টির কারণে হাওয়া অফিসের সতর্কতার জেরে চারধাম যাত্রা একদিনের জন্য স্থগিত থাকার পর তা এই সোমবার থেকে আবার শুরু হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন