7th pay commission: আসছে মাসেই সরকারি কর্মীদের বেতনে ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা

সপ্তম পে কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। ১ জুলাই থেকে সব কর্মীর বেতনে বাম্পার বৃদ্ধি হতে পারে কারণ ১ জুলাই থেকে বাড়তে…

সপ্তম পে কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। ১ জুলাই থেকে সব কর্মীর বেতনে বাম্পার বৃদ্ধি হতে পারে কারণ ১ জুলাই থেকে বাড়তে চলেছে কর্মীদের ডিএ।

short-samachar

   

এতদিন ৩৪ শতাংশ হারে যে কর্মীরা ডিএ পেতেন, তা বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে বলে খবর। অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ পূর্ণ ৪ শতাংশ বাড়াতে চলেছে সরকার। সরকারি কর্মচারীদের জন্য এটা যে বড় সুখবর তা বলাই বাহুল্য। যদিও এক রিপোর্ট অনুযায়ী, সরকার এখন বেতন বৃদ্ধি এবং একটি নতুন পদ্ধতি বাস্তবায়নের জন্য এই অর্থ কমিশনের মাধ্যমে পরিবর্তনগুলি দূর করতে পারে।

ওই রিপোর্ট বলছে, সপ্তম বেতন কমিশনের জন্য নতুন বেতন ফর্মুলা আনার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকার এখন নতুন বেতন কমিশন আনার পরিবর্তে একটি নতুন ফর্মুলা বিবেচনা করতে পারে।
এতে প্রতি বছর মূল বেতন বাড়বে এবং ২০২৪ সাল পর্যন্ত তা বাস্তবায়ন করা যাবে।
যদিও এই ফর্মুলা চালু হওয়ার পর অষ্টম বেতন কমিশন আসার আশা কম। এর নাম দেওয়া যেতে পারে ‘অটোমেটিক পে রিভিশন’ এবং এর একটি নির্দিষ্ট সূত্র থাকবে।

এর আওতায় ৫০% ডিএ থাকলে স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়ানোর জন্য আইক্রোয়ড ফর্মুলা আনা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এতে কর্মীদের বেতন মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীর কর্মক্ষমতার সঙ্গে যুক্ত হবে। এ সবের মূল্যায়ন করে ঠিক করা হবে, বেতন কত বাড়ানো হবে।