গান্ধীনগর: গুজরাটের (Gujrat) রাজনীতিতে নাটকীয় চমক! শুক্রবার মন্ত্রীসভা পুনর্গঠনের (Cabinet Expansion) আগে ইস্তফা দিলেন সকল মন্ত্রী। কিন্তু মাত্র ৭-১০ জন ছাড়া বাকি সবই নতুন মুখ আসতে চলেছে গুজরাটের মন্ত্রীসভায়, বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, পুনঃনিয়োগ প্রাপ্তদের পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পাঠানো হবে না বলে জানা গিয়েছে।
সূত্রের খবর গুজরাটের মন্ত্রীসভায় সদস্য সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২৬ করা হবে। বর্তমান মন্ত্রিসভার একমাত্র সদস্য হিসেবে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলই (Bhupendra Patel) দায়িত্ব পালন করছেন। আজ রাতে তিনি রাজ্যপাল আচার্য দেবব্রতের সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে আশা করা হচ্ছে।
শুক্রবার সকাল ১১.৩০-এ গান্ধীনিগরের মহত্মা মন্দিরে শপথ নেবে নতুন মন্ত্রীসভা। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ বিজেপির জাতীয় প্রেসিডেন্ট জেপি নাড্ডা। দলীয় সূত্রে খবর, মন্ত্রীসভা ভেঙে অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখদের নিয়ে পুনর্গঠন করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের পর এই পদক্ষেপ নেওয়া হয়। যেখানে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) সুনীল বনশল এবং মুখ্যমন্ত্রী প্যাটেল উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বনশল এবং প্যাটেল (Bhupendra Patel) প্রতিটি মন্ত্রীর সঙ্গে পৃথকভাবে দেখা করেন। সেইসঙ্গে পদত্যাগপত্র নেওয়ার আগে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত সম্পর্কে তাঁদের অবহিত করেন।
পরবর্তী রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জের আগে বিজেপি মন্ত্রিসভা পুনর্গঠন করে নতুন শক্তি সঞ্চার এবং বর্ণ ও আঞ্চলিক প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখতে চাইছে, বলে মনে করা হচ্ছে। আসন্ন নির্বাচনকে মাথায় রেখেই গুজরাটের মন্ত্রীসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের রাখার কৌশল নিয়েছে বিজেপি বলে ধারণা রাজনীতিকদের।