রাজ্যে ফের বাধ্যতামূলক মাস্ক, বিধিনিষেধ না মানলেই দিতে হবে ৫০০ টাকা

দেশে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিডের সংক্রমণ। এদিকে দক্ষিণের শহর চেন্নাইয়ে হু হু করে বাড়ছে কোভিডের গ্রাফ। ফলে এবার প্রত্যেকের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হল। যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের ৫০০ টাকা জরিমানা করা হবে।

Advertisements

মঙ্গলবার গ্রেটার চেন্নাই কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে, ‘চেন্নাইয়ে মাস্ক পরা বাধ্যতামূলক, তা লঙ্ঘন করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। বুধবার থেকে এই আদেশ কার্যকর হবে।” চেন্নাইয়ের শপিং মল, থিয়েটার, বাজার, উপাসনালয়গুলিতে লোকেরা যাতে ভিড় না করে এবং অন্যান্য কোভিড প্রোটোকল মেনে চলার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখে তা নিশ্চিত করতে বলা হয়েছে। গ্রেটার চেন্নাই কর্পোরেশনের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, “শহর জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরে, সুরক্ষা প্রোটোকলগুলি অনুসরণ করার প্রয়োজনীয়তা ঘোষণা করা হয়েছে।

   

বাজার ও শপিংমলের দোকান মালিকদের কর্মীদের পাশাপাশি গ্রাহকদেরও নির্দেশ দিতে বলা হয়েছে, তারা যেন মুখে মাস্ক দিয়ে মুখ ও নাক ঢেকে রাখে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে। তামিলনাড়ু এবং রাজধানী চেন্নাইয়ে নতুন করে কোভিডের মামলা মাথাচাড়া দিয়ে উঠেছে। মালদ্বীপ থেকে ফিরে আসা দুই ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছেন বলে খবর।

Advertisements

এদিকে পশ্চিমবঙ্গেও হু হু করে বাড়ছে কোভিডের গ্রাফ। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯৭৩ জন। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৭১৭ জন। এরপরই সংক্রমিতের তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা। এই দুই জেলায় একদিনে আক্রান্ত ৪৮২ জন। দক্ষিণ ২৪ পরগণা এবং হুগলিতে সংক্রমিত যথাক্রমে ১৩৭ ও ১৩৮ জন। হাওড়াতে একদিনে ৯৬ জনের শরীরে থাবা বসিয়েছে কোভিড। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।