
মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল জম্মুতে। শুক্রবার জম্মুর কাটরার কাছে একটি বাসে আগুন লেগে চারজন যাত্রী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
জম্মু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বৈষ্ণো দেবীর তীর্থযাত্রীদের বহনকারী বাসটি কাটরা থেকে জম্মু যাচ্ছিল। এরপর হঠাৎই তাতে আগুন ধরে যায়। এদিকে তীর্থযাত্রীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জম্মু জোনের পুলিশের এডিজি মুকেশ সিং বলেন, প্রাথমিক তদন্তে কোনো বিস্ফোরক ব্যবহারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ জানতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনাও করেন তিনি।
তিনি বলেন, “কাটরায় মর্মান্তিক বাসের ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। আমি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।”










