Indian Army Job : সেনা বিভাগে কাজের সুযোগ বাড়বে বলে মনে করছেন কর্তারা

আগামী দিনে সেনা (Indian Army Job) বিভাগে কাজের সুযোগ বাড়বে বলে মনে করছেন একাধিক কর্তা। মোট বাজেটের একটা বড় অংশ সেনা খাতে বরাদ্দ করার ফলে…

আগামী দিনে সেনা (Indian Army Job) বিভাগে কাজের সুযোগ বাড়বে বলে মনে করছেন একাধিক কর্তা। মোট বাজেটের একটা বড় অংশ সেনা খাতে বরাদ্দ করার ফলে আগামী দিনে চাকরি প্রার্থীরা লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। এমনটাই রিপোর্ট সর্বভারতীয় সংবাদ সংস্থার। অস্ত্র গড়ার কাজেও গতি আসবে বলে আশাবাদী একাধিক অফিসার। 

বাজেটে সেনা খাতে বিশেষ নজর দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সুরক্ষার কাজে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও যাতে এগিয়ে আসতে পারে সেদিকে দেওয়া হয়েছে নজর। এর ফলেই সেনা বিভাগে কাজ করার সুযোগ তৈরি হতে চলেছে বলে মনে করছেন অনেকে।

   

প্রতিরক্ষা খাতের জন্য বাজেট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের সভাপতি আশিস রাজবংশী বলেছেন, ‘অর্থমন্ত্রী দেশীয় শিল্পের জন্য প্রতিরক্ষা খাতে মূলধন সংগ্রহের বাজেটের ৬৮ শতাংশ বরাদ্দ নির্ধারণ করেছেন। যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি। এটি একটি উল্লেযোগ্য পদক্ষেপ। কারণ এটি আগামী দিনে বিনিয়োগ বৃদ্ধির কাজে অনুঘটকের কাজ করতে পারে।’

‘এটি আমদানির উপর নির্ভরতা হ্রাস করবে এবং কর্মসংস্থান সৃষ্টির দিকে পরিচালিত করবে। আদানি গোষ্ঠী কয়েক বছর আগে প্রতিরক্ষা খাতে প্রবেশ করেছে এবং প্রতিরক্ষা বাহিনীর জন্য বিভিন্ন প্রকল্পে জড়িত রয়েছে।’

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান আর কে ত্যাগী বলেছেন, মেক ইন ইন্ডিয়ার ফলে ভারতীয় সংস্থাগুলি বাহিনীর প্রয়োজনীয়তা পূরণের জন্য নতুন নতুন চুক্তি পেতে পারে।’ 

প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং প্রাক্তন প্রতিরক্ষা মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মার মতে, ‘মূলধন ব্যয়ের ৬৮ শতাংশ দেশীয় শিল্পের জন্য বরাদ্দ করা হয়েছে।এই বাজেট অবশ্যই নৌবাহিনীর প্রতিশ্রুতিবদ্ধ দায়বদ্ধতা পূরণ এর পাশাপাশি সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই ভারতীয় জাহাজ নির্মাণকারীদের নতুন অর্ডারের জন্য কাজ পাওয়ার সুযোগ বাড়বে।’