দেশে ফের একবার বড় ঘটনা ঘটে গেল। রাজস্থানের (Rajasthan) কোটা শহরে শিবরাত্রির শোভাযাত্রা চলাকালীন একটি বড় দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাজস্থানের কোটায় মহাশিবরাত্রি উপলক্ষে শোভাযাত্রা চলাকালীন হাই টেনশন তারের সংস্পর্শে এসে অন্তত ১৪ শিশু আহত হয়েছে।
এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া শিশুদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোটার এসপি অমৃতা দুহান বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। কালী বস্তির লোকেরা তাদের কলশ নিয়ে এখানে জড়ো হয়েছিল, একটি শিশু ২০-২২ ফুটের একটি পাইপ বহন করছিল যা হাইটেনশন তারকে স্পর্শ করেছিল। শিশুটিকে বাঁচাতে গিয়ে সেখানে উপস্থিত সব শিশুই বিদ্যুৎস্পৃষ্ট হয়।’
তিনি আরও বলেন, শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়াই এখন অগ্রাধিকার। শতভাগ পুড়ে যাওয়ায় এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে কুনহাদি তাপবিদ্যুৎ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। শোভাযাত্রায় অনেক শিশুর হাতে ধর্মীয় পতাকা ছিল। এ সময় হাই টেনশন লাইন স্পর্শ করে একটি পতাকা। তার জেরেই এই দুর্ঘটনা। ঘটনার পর আচমকাই বিশৃঙ্খলা শুরু হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মেডিক্যাল টিমকে সতর্ক করা হয়েছে। হাসপাতালে পৌঁছে দেওয়া আয়োজকদের মারধর করেছে আহত শিশুদের পরিবার। আইজি রবিদত্ত গৌড় জানিয়েছেন, একটি শিশুর ৭০ শতাংশ পুড়ে গেছে এবং একজনের ৫০ শতাংশ পুড়ে গেছে। বাকি শিশুরা ১০ শতাংশ দগ্ধ হয়েছে। শিশুদের বয়স ৯ থেকে ১৬ বছর বলে জানা গেছে।