মেঘভাঙ্গা বৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে অমরনাথ। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অবধি মৃত্যু হয়েছে ১৫ জনের। নিখোঁজ হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ। এদিকে প্রিয়জননদের জন্য উৎকণ্ঠা বাড়ছে মানুষের। ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অন্যদিকে নিখোঁজদের খোঁজে ময়দানে নামানো হয়েছে কুকুরবাহিনী। এখনও অবধি ৩০ জন আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে প্রায় ১৫ হাজার মানুষকে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়, চোখের নিমেষে ধুয়ে যায় ২৫টিরও বেশি ক্যাম্প।
![](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/07/dog-2.jpg)
ইতিমধ্যে সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং জাতীয় দুর্যোগ ত্রাণ বাহিনীকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উদ্ধারকার্য চালানোর জন্য একটি এমআই-১৭ চপারকে কাজে লাগানো হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করা হয়েছে।