দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ (Arvind Kejriwals Resignation) করার বিবৃতি সম্পর্কে, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন, “ভারতের ইতিহাসে, আপনি এমন কোনও মুখ্যমন্ত্রীকে খুঁজে পাবেন না যাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে দেশে আইনের শাসন আছে, যদি একজন মুখ্যমন্ত্রী জেলে যায়, তাহলে তাকে পদত্যাগ করতে হয়। অরবিন্দ কেজরিওয়ালের অহংকার হয় দিল্লির সমস্যার চেয়েও বড় বিষয়।”
সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে তিনি আরও বলেছেন, “পরোক্ষভাবে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে, কারণ আদালত কিছু বিধিনিষেধ আরোপ করেছে, যেমন তিনি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে কোনও ফাইলে স্বাক্ষর করতে পারবেন না। আমি একটি নানান সিনেমায় অভিনয় করেছি, কিন্তু তার চেয়ে বড় অভিনেতা আমি দেখিনি।”
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ ১৫ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের পদত্যাগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন জনতার দরবারে তিনি বিচার চাইতে এসেছেন। জনতাই আবার ঠিক করবেন যে তিনি মুখ্যমন্ত্রী হবার যোগ্য কিনা।
#WATCH | Delhi: On Delhi CM Arvind Kejriwal’s ‘I am going to resign from the CM position after 2 days’ statement, BJP MP Manoj Tiwari says, “In the history of India, you won’t find any Chief Minister who has been removed from his post by the court. There is a rule of law and… pic.twitter.com/nNkAVD2wd6
— ANI (@ANI) September 16, 2024