জল্পনাই সত্যি হল, হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)। শুধু তাই নয়, তাঁর গোটা ক্যাবিনেট ইস্তফা দিয়েছে আজ মঙ্গলবার। এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন বিজেপি নেতা কানওয়ার পাল গুজ্জর।
তিনি আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছে বলেছেন, “মুখ্যমন্ত্রী ও ক্যাবিনেট মন্ত্রীরা পদত্যাগ করেছেন এবং রাজ্যপাল পদত্যাগপত্র গ্রহণ করেছেন।” মনোহর লাল খট্টর ও তাঁর মন্ত্রিসভা রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, লোকসভা নির্বাচনের আগে হরিয়ানায় আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধের মধ্যেই বিজেপি-জেজেপি সরকারে ফাটল দেখা দিয়েছে। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে দুষ্মন্ত চৌতালার নেতৃত্বাধীন দলকে দু’টি আসন দিতে রাজি নয় বিজেপি। এদিকে নির্দল বিধায়কদের সমর্থন নিয়ে হরিয়ানায় নতুন সরকার গড়তে পারে বিজেপি।
#WATCH | Chandigarh: BJP leader Kanwar Pal Gujjar says, “CM and cabinet ministers have resigned and the Governor has accepted the resignations…” pic.twitter.com/AeCwU2qmE9
— ANI (@ANI) March 12, 2024