মনমোহন সিং-এর স্মৃতিসৌধ হবে, জায়গা দেবে কেন্দ্র, জানিয়ে দিল শাহী মন্ত্রক

নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর স্মৃতিসৌধ তৈরি করা হোক, আর্জি জানিয়েছে কংগ্রেস৷ কিন্তু এখানেও বিতর্ক৷ কোথায় জায়গা দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন৷ মনমোহন…

Manmohan Singh memorial

short-samachar

নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর স্মৃতিসৌধ তৈরি করা হোক, আর্জি জানিয়েছে কংগ্রেস৷ কিন্তু এখানেও বিতর্ক৷ কোথায় জায়গা দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন৷ মনমোহন স্মৃতিসৌধ নিয়ে কংগ্রেস-বিজেপি বিবাদের মধ্যেই বিবৃতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানিয়ে দিল, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে।তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হোক৷ (Manmohan Singh memorial)

   

মনমোহন সিং স্মৃতিসৌধ Manmohan Singh memorial

প্রাক্তন প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে দেখা গিয়েছে, যেখানে তাঁদের শেষকৃত্য করা হয়েছে, সেখানেই পরবর্তীতে গড়ে উঠেছে স্মৃতিসৌধ। মনমোহন সিং-র ক্ষেত্রেও তেমনটাই করা হোক৷ এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়্গে৷ কিন্তু সেই চিঠি পাওয়ার পর কেন্দ্রের তরফে কোনও সাড়া মেলেনি বলেই দাবি জানায় কংগ্রেস৷ শুরু হয় বিতর্ক৷ বেলায় অবশ্য জানা যায়, আজ, শনিবার বেলা পৌনে ১২টার সময় লালকেল্লার পিছন দিকে নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহ সিং-এর শেষকৃত্য সম্পন্ন হবে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তের নাখুশ কংগ্রেস৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য তাঁদের৷ 

শাহী মন্ত্রকের বিবৃতি Manmohan Singh memorial

মনমোহন স্মৃতিসৌধ নিয়ে বিতর্কের মাঝেই শুক্রবার রাতে আসে শাহী মন্ত্রকের বিবৃতি৷ সেখানে জানানো হয়, কংগ্রেস সভাপতি মনমোহন সিং-এর স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গার চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। তাঁর সেই আবেদন গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে মনমোহন সিং-এর পরিবার এবং খড়্গের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ শেষকৃত্যের পর একটি ট্রাস্ট গঠন করা হবে৷ সেই ট্রাস্টের হাতেই দেওয়া হবে স্মৃতিসৌধ নির্মাণের দায়িত্ব৷ 

নিগমবোধ ঘাট শ্মশানে শেষকৃত্যে Manmohan Singh memorial

কিন্তু, নিগমবোধ ঘাট শ্মশানে মনমোহন সিং-এর শেষকৃত্যের সিদ্ধান্তে আপত্তি তুলেছে কংগ্রেসের। কারণ, এর আগে দেশের কোনও প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য এই শ্মশানে হয়নি৷ কংগ্রেস চেয়েছিল যমুনার তীরে রাজঘাটের আশপাশের কোনও জমিতে মনমোহনের শেষকৃত্যের অনুমতি দেওয়া হোক৷ এখানেই রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটলবিহারী বাজপেয়ীদের স্মৃতিসৌধ৷  নিগমবোধ ঘাট স্মৃতিসৌধ নির্মাণের জন্য উপযুক্ত নয় বলেই দাবি কংগ্রেসের।

Bharat: Congress requests a memorial for former PM Manmohan Singh, sparking a dispute with BJP over the location. The Home Ministry confirms a site will be provided after funeral rites. Congress expresses dissatisfaction with the decision.