যুদ্ধের ড্রোন বোমায় হামলায় মণিপুরে একাধিক নিহত, অসহায় বিজেপি সরকার

দুপুর থেকে সংঘর্ষে (Manipur Violence) ফের রক্তাক্ত মণিপুর। রবিবার ( ১ সেপ্টেম্বর) রাত পর্যন্ত এক মহিলাসহ মোট দুজন নিহত। ওই মহিলার সন্তান গুরুতর জখম। বিভিন্ন…

Bomb Threat Sparks Chaos at Delhi CM Secretariat and MAMC

দুপুর থেকে সংঘর্ষে (Manipur Violence) ফের রক্তাক্ত মণিপুর। রবিবার ( ১ সেপ্টেম্বর) রাত পর্যন্ত এক মহিলাসহ মোট দুজন নিহত। ওই মহিলার সন্তান গুরুতর জখম। বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে ভীত-সন্ত্রস্তদের দৌড়ে পালাতে দেখা যাচ্ছে। সন্তান পিঠে বেঁধে মণিপুরী মহিলারা আর্তনাদ করে ছুটছেন। এমনই একটার পর একটা ভিডিও এরাজ্যে নতুন করে জাতিগত সংঘর্ষের ভয়াবহ প্রমাণ করছে। রবিবার রাতেই রাজধানী ইম্ফলের নিকটবর্তী কয়েকটি এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি। আগুনে পুড়তে থাকা বাড়িগুলোর ছবি প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম।

বিজেপি শাসিত রাজ্য মণিপুরের পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ-রক্তাক্ত। বিরোধী কংগ্রেসসহ অন্যান্য দলগুলির অভিযোগ, রাজ্য সরকার নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরো ব্যর্থ। সূত্র মারফত Kolkata 24×7 জেনেছে, প্রদেশ বিজেপির অভ্যন্তরেই তীব্র সমালোচিত মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তাঁকে পদচ্যুত করার দাবি তুলে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার্তা পাঠিয়েছেন রাজ্যের একাংশ বিজেপি নেতা। প্রদেশ বিজেপির কিছু নেতার ইঙ্গিত, বীরেন সিংয়ের ভূমিকায় বীতশ্রদ্ধ প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

   

Manipur Violence drone bombs

গত এক বছরের বেশি সময় ধরে কুকি ও মেইতেই জাতির সংঘর্ষে রক্তাক্ত মণিপুর। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এ রাজ্যে বহু মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী মোদী দাবি করেছিলেন মণিপুরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে তিনি সংঘর্ষ কবলিত মণিপুর পরিদর্শন করছেন না কেন এই প্রশ্ন তুলেছে কংগ্রেসসহ বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলি।

শনিবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের একটি অডিও ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ল মণিপুরে। কুকি সম্প্রদায়ের অভিযোগ, মুখ্যমন্ত্রী অশালীন কটাক্ষ করেছেন। তিনি রাজ্যে সাম্প্রদায়িক জাতি বিভাজন করেছেন। সেই কারণে বারবার মণিপুর রক্তাক্ত।

Advertisements

Manipur Violence drone bombs

মণিপুর সরকার ইম্ফল পশ্চিমের কাউতরুক গ্রামের বাসিন্দাদের উপর সন্দেহভাজন কুকি জঙ্গিদের সশস্ত্র হামলা হয় বলে দাবি করেছে। হামলার তীব্র নিন্দা করেছে। মণিপুর পুলিশের দাবি, ড্রোন, বোমা এবং উন্নত অস্ত্রের ব্যবহার জড়িত এই হামলার ফলে দুই ব্যক্তি নিহত হয়েছে, যার মধ্যে রয়েছে এক মহিলা, এবং আরও কয়েকজন আহত।

মণিপুর পুলিশ জানিয়েছে, ইম্ফল পশ্চিমের কাউট্রুকে এক হামলায় কুকি জঙ্গিরা উচ্চ প্রযুক্তির ড্রোন বোমা নিক্ষেপ করেছে যা সাধারণত সাধারণ যুদ্ধে ব্যবহৃত হয়। পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ চলছে। পুলিশ যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News