Manipur Violence: সংসদে আলোচনার আগেই অশান্ত মণিপুরে নিহত মহিলা, আরো উত্তেজনা

রাষ্ট্রপতি শাসনেও শান্তি ফেরেনি। সংঘর্ষ কবলিত মণিপুর (Manipur Viplence)। নিরাপত্তা বাহিনী এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষে নিহত মহিলা। এই ঘটনার জেরে বিক্ষোভকারীরা  দু নম্বর…

রাষ্ট্রপতি শাসনেও শান্তি ফেরেনি। সংঘর্ষ কবলিত মণিপুর (Manipur Viplence)। নিরাপত্তা বাহিনী এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষে নিহত মহিলা। এই ঘটনার জেরে বিক্ষোভকারীরা  দু নম্বর জাতীয় সড়ক-২ অবরোধ করেছে। রাষ্ট্রপতি শাসনের আগে প্রায় দুই বছর তৎকালীন বিজেপি শাসনে মেইতেই ও কুকি জাতি সংঘাতে শতশত নিহত। বিতর্কে জডিয়ে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেয় বিজেপি।

সোমবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন লাগু বিষয়ে সংসনে আলোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই সংঘর্ষে গরম মণিপুর। অবাধ যাতায়াতের দাবিতে কাংপোকপি জেলা অগ্নিগর্ভ। চূড়াচাঁদপুর এবং তামেংলং জেলায় শাটডাউন। কুকি-জো গোষ্ঠী গত 8 ই মার্চ থেকে হাইওয়েতে অবাধ চলাচলের অনুমতি দেওয়ার নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেয়।

   

বিক্ষোভকারীরাইম্ফল-ডিমাপুরসড়কএবংইম্ফল ও মিজোরামেরসাথেসংযোগকারীতিদ্দিমরোডসহপ্রধানমহাসড়কগুলিতে  জ্বলন্তটায়ারএবংকাঠেরলগব্যবহারকরেঅবরোধকরে। কুকি গোষ্ঠীগুলি জোর দিয়েছে যতক্ষণ না তাদের দাবিগুলি যথা একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাবে৷

Advertisements

মণিপুর পুলিশের প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, রোজই রাজ্যের বিভিন্ন অঞ্চলে বাজেয়াপ্ত হচ্ছে বিপুল আগ্নেয়াস্ত্র। চরম জাতি সংঘর্ষের সময় এলাকায় এলাকায় ব্যাংকার তৈরি করা হয়েছিল। কুকি ও মেইতেইদের সংঘর্ষ যেন গৃহযুদ্ধ। সারি সারি বাংকার ধংস করা হচ্ছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News