Manipur Violence: বিজেপি শাসনে মণিপুর যেন যুদ্ধক্ষেত্র! চলেছে গুলি, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

Manipur 2

জমি খুঁড়লেই বিপুল লুকনো বোমা মিলছে, সারি বাংকার তৈরি, একে ৪৭ মিলছে, বিভিন্ন এলাকায় চলছে গুলি। সীমান্ত সংলগ্ন রাজ্য মণিপুর কি আদৌ সরকারের নিয়ন্ত্রণে? এ রাজ্যের বিজেপি সরকারের আমলে প্রশাসন সম্পূর্ণ ভেঙে (Manipur Violence) পড়েছে বলে অভিযোগ। খোদ শাসকদল বিজেপির অভ্যন্তরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে পদচ্যুত করার প্রবল চাপ তৈরি হয়েছে। গত দেড় বছরের বেশি সময় ধরে এ রাজ্যে চলেছে কুকি ও মেইতেই জাতি সংঘর্ষ। শয়ে শয়ে নিহত।

রাজ্যজুড়ে পুলিশি অভিযানে মিলছে লুকনো আগ্নেয়াস্ত্র।  উদ্ধার করা অধিকাংশ বোমা, পিস্তল, অটোমেটিক রাইফেল, গ্রেনেড ভারতে তৈরি নয় বলেই স্বীকার করেছে মণিপুর পুলিশ। সন্ত্রাস কবলিত জিরিবাম জেলা ও অন্যান্য এলাকায় উদ্ধার করা আগ্নেয়াস্ত্র পড়শি মায়ানমার থেকে আনা হচ্ছে। এ দেশটির সঙ্গে মণিপুরের দীর্ঘ সীমান্ত আছে।

   

পড়ুন: Manipur Violence: বাঙালিরা দেখছেন জঙ্গিদের সেলফি! বিজেপি শাসিত মণিপুরের বিস্তীর্ণ এলাকা রক্ষীবিহীন

রাজ্যের বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট, বাংলাভাষী অধ্যুষিত জিরিবামের পরিস্থিতি বিপজ্জনক। জিরিবাম থেকে পড়শি রাজ্য অসমের বাংলাভাষীদের এলাকা কাছাড় জেলাতে চলে গেছেন অনেকে।

মণিপুর পুলিশ জানাচ্ছে, অসম লাগোয়া জিরিবাম জেলায় বৃহস্পতিবার থেকে সংঘর্ষ ছড়িয়েছে। আসছে মৃত্যুর খবর।   NH-2 বরাবর প্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী যানবাহন নিশ্চিত করা হয়েছে। সমস্ত ঝুঁকিপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

Manipur

মণিপুরের বিভিন্ন জেলায়, পাহাড় এবং উপত্যকায় মোট 110টি নাকা চেকপয়েন্ট স্থাপন করা হয়। পার্বত্য ও উপত্যকা জেলার প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ এলাকায় অনুসন্ধান অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (৯ অক্টোবর) মণিপুর পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র তালিকায় আছে দেশীয় ম্যাগাজিন সহ 9 মিমি পিস্তল, 36 হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, গোলাবারুদ, HE হ্যান্ড গ্রেনেড, চাইনিজ হ্যান্ড গ্রেনেড, WP স্মোক গ্রেনেড, AK রাইফেল গোলাবারুদ, রেডিও সেট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন