ভয়াবহ পরিস্থিতি। মনিপুরের (Manipur) নোনে জেলার টুপুল রেল স্টেশনের কাছে মাটি পাথরের ধসের তলায় ঠিক কতজন শ্রমিক ও টেরিটোরিয়াল আর্মির জওয়ান আছে তার সঠিক হিসেব নেই। টানা ৪৮ ঘণ্টা তারা ধসের তলায় চাপা পড়ে আছেন। দুর্ঘটনাস্থলে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। কমপক্ষে ৬৫ জন মৃত বলে খবর আসছে। আরও মৃত্যুর আশঙ্কা।
নর্থ ইস্ট লাইভের খবর, টুপুল রেল স্টেশনের কাছে ধস সরানোর কাজ চলছে। সেনা বাহিনী নেমেছে উদ্ধারে। ধসের তলা থেকে পরপর মৃতদেহ বের করে আনা হচ্ছে। ১৩টি দেহ উদ্ধার করা গেলেও নিহতের সংখ্যা অনেক বেশি। কয়েকজন জওয়ানকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে অতি বৃষ্টির কারণে মনিপুরের নোনে জেলার টুপুলে ধস নামে। এখানেই উত্তর পূর্ব রেলের জিরিবাম-টুপুল-ইম্ফল বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ টুপুল স্টেশনের কাছে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু নির্মাণ কাজ চলছিল।
রেল সূত্রে খবর, ইজাই নদীর উপর এই সেতু তৈরির কাজে নামে টেরিটোরিয়াল আর্মি। জানা যাচ্ছে স্থানীয় কিছু শ্রমিকও ছিলেন এই কাজে। ধস নামার পর শ্রমিক ও জওয়ানরা চাপা পড়ে যান।
টানা ৪৮ ঘণ্টা পর তাদের সবাইকে উদ্ধার করা যায়নি। সময় যত পার হচ্ছে ততই বাড়ছে চাপা পড়া শ্রমিক ও জওয়ানদের মৃত্যুর সংখ্যা।
সেনাবহিনী ও অসম রাইফেলসের জওয়ানরা ধস সরিয়ে উদ্ধারে নেমেছেন। মনিপুর সরকারের তরফে নেমেছে উদ্ধারকারী দল। ঘটমাস্থলে টানা অবস্থান করছেন মু়খ্যমন্ত্রী।