Militant Attack: ফের জঙ্গিদের হামলা, সীমান্ত শহরে জওয়ানদের উপর পড়ল বোমা

Militant Attack

লাগাতার ৭২ ঘণ্টা ধরে বারে বারে জঙ্গি হামলা (Militant Attack) চলছে। প্রতিবারই সশস্ত্র বাহিনীর সাথে চলছে তীব্র গুলির লড়াই। গত তিন দিন ধরে জঙ্গি হামলায় একাধিক জওয়ান জখম। তবে হামলাকারী জঙ্গিদের বিষয়ে তেমন কোনও তথ্য নেই। নতুন বছরের প্রথম রাতেও জঙ্গি হামলা হলো।

Advertisements

মণিপুর সীমান্ত শহর মোরে- নিরাপত্তা বাহিনীকে ঘিরে জঙ্গিরা ফের হামলা করল। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করেছে জঙ্গিরা। তিন দিনের মধ্যে এটি নিরাপত্তা কর্মীদের উপর অতর্কিত হামলার তৃতীয় ঘটনা। মোরে শহরটি ভারত-মায়ানমারের লাগোয়া। সীমান্তের অপর দিকে আছে টামু শহর। দুদিকেই যাতায়াত চলে। তবে গত তিন দিন ধরে বারবার জঙ্গি হামলায় প্রবল উত্তপ্ত মোরে শহর। বাসিন্দারা আতঙ্কিত।

রবিবারও মোরে শহরে মণিপুর রাজ্য পুলিশ কমান্ডো ও অসম রাইফেলসের উপর জঙ্গিদের হামলা হয়েছিল। ব্যারাকে বিস্ফোরণ হয়। জঙ্গিরা সোমবার বিকেলে টেংনোপাল জেলার মোরে শহরে নিরাপত্তা বাহিনীর ওপর আবার হামলা চালায়।

Advertisements

চলমান সংঘর্ষ মোরে বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত। সরকারের তরফে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সতর্কতা এবং সক্রিয় পদক্ষেপ নেওয়া হলেও হামলা কমছে না। বিজেপি শাসিত রাজ্যটিতে গতবছরের মে মাস থেকে জাতি সংঘর্ষ চলেছিল। দুশো অধিক নিহত হয়। সেই সংঘর্ষ থামলেও জঙ্গি হামলা বেড়েছে।