Rahul Gandhi: মুখ্যমন্ত্রীর অনুমতি নেই, রাহুল গান্ধীর পদযাত্রা ভেস্তে যাবে ?

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি মেলেনি। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এমনই বার্তা পাঠানো হয়। ফলে আগামী ১৪ জানুয়ারি এই পদযাত্রার সূচি পাল্টে…

Congress leader Rahul Gandhi

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি মেলেনি। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এমনই বার্তা পাঠানো হয়। ফলে আগামী ১৪ জানুয়ারি এই পদযাত্রার সূচি পাল্টে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। কারণ, নিরাপত্তার কারণ দেখিয়ে খোদ মুখ্যমন্ত্রী এই যাত্রার অনুমতি দেননি।

Advertisements

গত বছরের বড়দিন থেকে মণিপুরে লাগাতার জঙ্গি হামলা চলছে। মায়ানমার সীমান্তের মোরে শহরে জঙ্গিদের টানা হামলায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। অসম রাইফেলস ও মণিপুর রাজ্য পুলিশ কমান্ডোরা জঙ্গি হামলা রুখলেও মোরে শহরের পরিস্থিতি খুবই খারাপ। বিজেপি শাসিত মণিপুরের অভ্যন্তরীন নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এই অবস্থায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, রাহুল গান্ধীর যাত্রায় অনুমতি নেই।

বিজ্ঞাপন

PTI জানাচ্ছে, মণিপুর সরকার বুধবার ইম্ফল পূর্ব জেলার হাত্তা কাংজেইবুং থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’র জন্য ‘স্থল অনুমতি’ অস্বীকার করেছে। আগামী 14 জানুয়ারি যাত্রা শুরু হওয়ার কথা ছিল। মণিপুর প্রদেশ কংগ্রেস থেকেও আগেই এমন আশঙ্কা করা হয়েছিল।

মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং প্রবীণ কংগ্রেস বিধায়ক কে মেঘচন্দ্র দলের নেতাদের একটি দল নিয়ে বুধবার সকালে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে তাঁর অফিস কমপ্লেক্স-কাম-বাংলোতে দেখা করেন।  কে মেঘচন্দ্র জানান যে মুখ্যমন্ত্রী তাদের জানিয়েছেন যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য তাঁর সরকার অনুমতি দিতে পারেনি। 

মেঘচন্দ্র সরকারের প্রতিক্রিয়াকে “খুবই দুর্ভাগ্যজনক” বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে তারা পরিবর্তে থৈবাল জেলার খংজোম স্থানটিকেই বেছে নিয়েছেন। অর্থাৎ হাত্তা কাংজেইবুং এর বদলে থৈবাল জেলার খংজোম থেকে আগামী 14 জানুয়ারি শুরু হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’র।

মঙ্গলবার, মুখ্যমন্ত্রী সিং বলেন যে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’কে অনুমতি দেওয়া “সক্রিয় বিবেচনার” অধীনে ছিল এবং নিরাপত্তা সংস্থাগুলির রিপোর্ট পাওয়ার পরে এটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একটি ইভেন্টের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, সিং বলেন, মণিপুরের বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই সংকটজনক। “রাহুল গান্ধীর সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আমরা বিভিন্ন নিরাপত্তা সংস্থার কাছ থেকে রিপোর্ট নিচ্ছি। তাদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর, আমরা একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেব।”