Bihar: তরুণকে পিটিয়ে খুন, অভিযোগ গোরক্ষকদের বিরুদ্ধে

কয়েক বছর আগে গোমাংস রাখার অভিযোগে উত্তরপ্রদেশে গোরক্ষকরা পিটিয়ে খুন করেছিলেন ইকলাখ আহমেদকে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল এবার বিহারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, খলিল আলম নামে এক তরুণকে গোরক্ষকরা পিটিয়ে খুন করে। পরে তার দেহটি পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। শেষ পর্যন্ত দেহটি বুড়িগন্ডক নদীর তীরে পুঁতে দেয় গোরক্ষকরা।

জানা গিয়েছে, খলিল আলম বিহারের সমস্তিপুর জেলার বাসিন্দা। তিনি শাসকদল জেডিইউ-এর সমর্থক। ১৬ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর পরিবার স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। কয়েকদিন ধরে এক ব্যক্তি খলিলের মোবাইলে ফোন করে তাঁর পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই ব্যক্তি জানান, খলিল তাঁর থেকে ৫ লক্ষ টাকা ধার করেছে। ওই টাকা শোধ না করলে খলিলের কিডনি বিক্রি করে সে টাকা তুলবে।

   

কিন্তু এরই মধ্যে সামনে আসে আরও একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যায়, খলিল হাতজোড় করে গোরক্ষকদের কাছে ক্ষমা চাইছেন। গোরক্ষকরা খলিলের কাছে জানতে চাইছে, তারা কোথায় গো হত্যা করে? গো হত্যার সঙ্গে কারা জড়িত? 

সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওতে গোরক্ষকদের অশালীন ভাষা ব্যবহার করতেও দেখা গিয়েছে। ইতিমধ্যেই ওই ভিডিও নিয়ে মানুষের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব টুইট করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তীব্র সমালোচনা করেছেন। তেজস্বীর দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কেন এটা করা হল মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন