Manipur Violence: মণিপুরী মহিলাদের নগ্ন করে ঘোরানোর ভিডিও বিতর্কে মোদীর পর সরব মমতা

মণিপুরের একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায় দুজন মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে। ভিডিও দেখে শিহরিত গোটা দেশ। মণিপুরের ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণদিত মামলা রুজু হয়েছে। ঘটনার দু-মাস পর গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত।

হামলার সময় নীরব থাকলেও মহিলাদের নগ্ন করে ঘোরানোর ভিডিও প্রকাশের পর প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার নিন্দা এবং শোকপ্রকাশ করে নরেন্দ্র মোদী বলেন, “মণিপুরে যা হচ্ছে তার জন্য আমি ব্যথিত। আমার হৃদয় ভারাক্রান্ত।

   

মোদী মুখ খোলার পর এই ঘটনায় টুইটারে দুঃখ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেছেন, “মণিপুরের ভয়ঙ্কর ভিডিওটি দেখে মাথা নীচু হয়ে যায় এবং ক্ষুব্ধ হয়। দেখা গেছে উন্মত্ত জনতার দ্বারা দুই মহিলার সাথে নির্মম আচরণ করা হয়েছে।নারীদের উপর যে সহিংসতা চালানো হয় তা প্রত্যক্ষ করার বেদনা ও যন্ত্রণা কোন শব্দে প্রকাশ করা যায় না। বর্বরতার এই কাজ বোধগম্য ও মানবতার বাইরে। দুর্বৃত্তদের এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের নিন্দা ও ভুক্তভোগীদের বিচারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।”

তাৎপর্যপূর্ন, মোদী মুখ খোলার পর গর্জে উঠেছে বলিউড। নিন্দায় সরব অক্ষয় কুমার থেকে রিচা চাড্ডা। টুইটারে মণিপুর ঘটনার নিন্দে করে টুইট করেন অক্ষয় কুমার, রিচা চাড্ডা এবং অন্যান্য সেলিব্রিটিরা। ভারতীয় জনতা পার্টির নেত্রী এবং জাতীয় মহিলা কমিশনের সদস্য খুশবু সুন্দর দায়ী ব্যক্তির মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন৷

জানা যাচ্ছে, ITLF-এর মুখোপাত্র জানিয়েছেন যে ঘটনাটি ৪ মে কাংপোকপি তে হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পুরুষরা ক্রমাগত অসহায় মহিলাদের শ্লীলতাহানি করছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন