Tripura Election 2023: ডি লিট নিয়েই ত্রিপুরায় ভোট প্রচারে যাবেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই কারণে তাঁকে সাম্মানিক ডি লিট দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (St Xavier’s University

Mamata Banerjee to campaign in Tripura

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই কারণে তাঁকে সাম্মানিক ডি লিট দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (St Xavier’s University)। এদিকে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কমিটি আগেই জানিয়ে দিয়েছে, দলনেত্রীর সফরসূচি।

সোম ও মঙ্গলবার দুদিন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচারে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমোকে জাঁকালো অভ্যর্থনা জানাতে প্রস্তুতি শেষ করেছে দলটির ত্রিপুরা প্রদেশ কমিটি। আর মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর,তিনি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া সম্মাননা নিয়ে সরাসরি আগরতলা সফর শুরু করবেন।

   

তৃ়ণমূল কংগ্রেস নেত্রী মমতা যখন কংগ্রেসে থাকাকালীন নামের আগে ‘ডক্টরেট’ লিখে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন। তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমল। মমতার ‘ডক্টরেট’ নিয়ে ততকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কটাক্ষ করেছিলেন। বিতর্কের মাঝে জানা গেছিল সেই ডক্টরেট ছিল ভুয়ো। পরে মমতা আর নামের আগে ডক্টরেট লেখা ছেড়ে দেন। এবার তিনি ডি লিট ধারী। তবে এর আগেও মমতা সাম্মানিক ডি লিট পেয়েছেন।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই মুখ্যমন্ত্রী মমতার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হবে। আগরতলায় প্রদেশ তৃণমূল ভবন থেকে পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা, প্রদেশ সভাপতি পীযুষ বিশ্বাস, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও সাংগঠনিক দায়িত্বে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায়রা তৈরি মমতা বরণে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরায় ভোট প্রচারের মূল আকর্ষণ, আগরতলার রাজপথ ধরে প্রচার। ভিভিআইপি আগমণ উপলক্ষে নিরাপত্তার শক্ত বাঁধুনিতে মুড়বে ত্রিপুরার রাজধানী শহর।

তৃণমূল নেত্রীর দুদিনের প্রচার কর্মসূচির আগে দলটির তরফে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। তৃণমূল কংগ্রেস জানিয়েছে,এ রাজ্যের বিধানসভা নির্বাচনে তাদের মূল প্রচারসূচিতে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের মত সামাজিক প্রকল্পগুলি। এদিন প্রতিশ্রুতি পত্র প্রকাশ অনুষ্ঠান থেকে জানানো হয়ে, তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় এলেই উন্নয়নের বাংলা মডেল স্থাপিত হবে ত্রিপুরায়। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার রূপশ্রীর মতো প্রকল্প চালু করার কথা বলা হয়েছে ইস্তেহারে।

মমতা হাঁটবেন আগরতলায়, যেমনটা তিনি করেন কলকাতার রাজপথে। ফলে মমতা দর্শনে ভিড়ের সম্ভাবনা থাকছে। সোমবার তিনি আগরতলা পৌঁছে পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। আর ৭ ফেব্রুয়ারি প্রচার শেষে তিনি কলকাতায় ফিরবেন।

পশ্চিমবঙ্গে তিনবার সরকার গড়ার পর ত্রিপুরার দিকে পাখির নজর দিয়েছিলেন মমতা। তাঁর নির্দেশে ত্রিপুরা পুরভোটে তৃণমূল যে উদ্যমে নেমেছিল তার ফল আগরতলা পুরনিগমে ভোট প্রাপ্তির নিরিখে বিরোধী দল সিপিআইএমের থেকে উপরে থাকা। যদিও রাজ্যের অন্যান্য পুরসভাগুলিতে তৃ়ণমূলের করুণ হাল হয়। আর পুরভোট পরবর্তী সময়ে নিজেদের জয়ী একমাত্র কাউন্সিলর চলে গেছেন বিজেপিতে। বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের তরফে ইস্তেহারে কন্যাশ্রী, রুপশ্রীর কথা থাকলেও এ রাজ্যের জনগণ সরাসরি মমতাকে রাজপথে হাঁটতে দেখতে উতসুক।