HomeBharatINDIA: মমতার প্রস্তাব খাড়গে হোক জোটের প্রধানমন্ত্রী মুখ

INDIA: মমতার প্রস্তাব খাড়গে হোক জোটের প্রধানমন্ত্রী মুখ

- Advertisement -

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে হোক INDIA জোটের প্রধানমন্ত্রীর মুখ এমনই প্রস্তাব দিলেন তৃণমূল নেত্রী মমতা। তাঁকে সমর্থন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এই প্রস্তাব আচমকা তৃণমূল নেত্রীর তরফ থেকে আসার পর ইন্ডিয়া বৈঠকে যেন ভূমিকম্প পরিস্থিতি। কারণ,কংগ্রেসের তরফে বরাবর রাহুল গান্ধীকে তুলে ধরা হচ্ছে। কার্যত তিনিই জোটের সর্বভারতীয় মুখ বলে পরিচিত।

মঙ্গলবার বিরোধীদের সভায়, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রস্তাব করেন। কেজরিওয়ালের পাশাপাশি এমডিএমকে প্রধান ভাইকো সমর্থন করেন। খাড়গে বলেছেন, আসুন (2024 সালের সাধারণ নির্বাচন) আগে জয়ী হই, প্রধানমন্ত্রীর মুখ নিয়ে পরে আলোচনা করা হবে।

   

অন্যদিকে এই বৈঠকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ও কেরলের শাসক দল সিপিআইএম ছিল। দুটি দলের সমর্থকরা বারবার এমন বৈঠক নিয়ে বিভ্রান্ত। পশ্চিমবঙ্গ ও কেরলের বাম নেতারা জানিয়েছেন, দুই রাজ্যে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সাথে কোনও আসন রফা হবে না। ত্রিপুরায় কী হবে তা স্পষ্ট নয়। তবে অন্য রাজ্যে কংগ্রেস ও বামের মধ্যে সমঝোতা হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা। ফলে এ রাজ্যে কংগ্রেস-বাম জোটের সমর্থকরা বিভ্রান্ত। সিপিআই বারবার জানিয়েছে তৃণমূলের সাথে রফা নয়। তবে ইন্ডিয়া জোটের স্বার্থে বৈঠকে অংশ নিতে হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular