মমতার ‘লক্ষ্মীর ভান্ডার’-কে ‘টুকে’ নতুন প্রকল্প চালু করল NDA সরকার

লোকসভা নির্বাচনে বাংলার পাশাপাশি মহারাষ্ট্রেও ভরাডুবি হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোটের। সিংহভাগ আসনই জিতে নিয়েছে বিরোধীরা (Mamata Banerjee)। সামনেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। তার আগে মানুষের মন…

লোকসভা নির্বাচনে বাংলার পাশাপাশি মহারাষ্ট্রেও ভরাডুবি হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোটের। সিংহভাগ আসনই জিতে নিয়েছে বিরোধীরা (Mamata Banerjee)। সামনেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। তার আগে মানুষের মন জয়ে নতুন প্রকল্প চালু করল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী মঝি লড়কি বহিন যোজনা’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প অনুকরণ করেই ‘মুখ্যমন্ত্রী মঝি লড়কি বহিন যোজনা’ প্রকল্প চালু করেছে মহারাষ্ট্র সরকার। উপ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার বিধানসভায় বাজেট পেশ করার সময় এই প্রকল্পের কথা ঘোষণা করেন। এজন্য খরচ হবে ৪৬ হাজার কোটি টাকা।

   

‘মুখ্যমন্ত্রী মঝি লড়কি বহিন যোজনা’-র আওতায় প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবেন গরিব পরিবারের মহিলারা। ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলারা জুলাই মাস থেকেই পাবেন এই অনুদান। একই সঙ্গে ‘মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা’য় বিনামূল্যে বছরে তিনটি করে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথাও ঘোষণা করেন অজিত।

মমতার কৌশলী চালে চিন্তা বাড়ল মোদীর!

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের ফলাফলের নিরিখে রাজ্যে পিছিয়ে রয়েছে বিজেপির জোট সরকার। ক্ষমতা ধরে রাখার জন্যই নতুন প্রকল্প চালুর পথে হাঁটল তারা। কংগ্রেস, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ও এনসিপির (শারদ পাওয়ার গোষ্ঠীর) বিরোধী জোট অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, বিধানসভা ভোটের পর তারাই ক্ষমতায় আসছেন।

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। বাড়ির মহিলাদের হাতখরচের টাকা জোগানের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলাদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয়।

প্রতি মাসে ১০০০ টাকা করে পান জেলারেল ক্যাটাগরির মহিলারা। আর তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ টাকা করে পান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে এই প্রকল্পের কথা ঘোষণা করে তৃণমূল। ভোটে জেতার কয়েক মাসের মধ্যে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ১৬ অগস্ট থেকে চালু হয়েছিল এই প্রকল্প।

বড় ‘খেলা’ জিতে আরও কঠিন বাজিমাতের চ্যালেঞ্জ মহুয়ার

২৫ বছর বয়স থেকে শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হন। যথাযথ ভাবে আবেদন করলে একই পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পে মাসিক ভাতা পেতে পারেন।