News Desk: চারদিনের দিল্লি সফরে সোমবার রাজধানীতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই দিল্লির রাজনৈতিক মহলে যথেষ্ট উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। কিন্তু দিল্লি পৌঁছে সফরের প্রথম দিন বেশ কিছুক্ষণ সময় আঁধারে কাটাতে হল মুখ্যমন্ত্রীকে।
সোমবার সন্ধ্যায় হঠাৎই দিল্লিতে বিদ্যুৎ বিপর্যয় হয়। যে কারণে মুখ্যমন্ত্রীর সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতেও প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। দিল্লির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এনডিএমসি (ndmc) বিদ্যুৎ বিপর্যয়ের কথা স্বীকার করে নিয়েছে।
১৮৩ সাউথ অ্যাভিনিউয়ের বাংলোটি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি আসলে মুখ্যমন্ত্রী এখানেই থাকেন। সোমবার দিল্লি পৌঁছলেও মমতার কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। তাই তিনি ঘরের মধ্যেই ছিলেন। এসময় আচমকা আলো নিভে যায়। শুধু মমতার বাড়িতে যে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে তা নয়, বহু সাংসদের বাংলো এমনকী, রাষ্ট্রপতি ভবনও নিষ্প্রদীপ হয়ে পড়েছিল। সরবরাহকারী সংস্থার দাবি, হঠাৎই উৎপাদনে ঘাটতির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছিল সংস্থা।
শোনা যাচ্ছে, মমতার এই সফরে আরও অনেক উল্লেখযোগ্য নাম তৃণমূলে আসতে পারে। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম বিজেপির তরুণ সাংসদ বরুণ গান্ধী।
গত মে মাসে তৃতীয়বার বিপুল ভোটে জিতে বাংলায় সরকার গঠনের পর সর্বভারতীয় স্তরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের শক্তি বাড়াতে নেমেছেন। ইতিমধ্যেই গোয়া ও ত্রিপুরায় তৃণমূল পায়ের তলার মাটি শক্ত করেছে। গোয়ায় টেনিস তারকা অভিনেত্রী লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলির মতো ব্যক্তিত্ব ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন।