মোদীর ঘাঁটিতে ফের ‘খেলা হবে’ স্লোগান বাংলার মেয়ে মমতার

বারাণসীতে গিয়ে নির্বাচনী হাওয়া গরম করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে কড়া ভাষায় কার্যত যোগী ও বিজেপি সরকারকে ধুয়ে দিল মমতা ও অখিলেশের ডুয়ো। এদিন মঞ্চে প্রথমে বক্তৃতা রাখেন সপা প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, ‘মমতাকে দেখে হারের ভয় পাচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশ থেকে মুছে যাবে বিজেপি। মানুষ বিজেপিকে মাফ করবে না, সাফ করবে। বিজেপির মতো মিথ্যেবাদী দল আর নেই। উত্তরপ্রদেশে জোট সরকার এলে উন্নয়ন হবে। কৃষকদের জন্য কিছুই করেন বিজেপি। রেল বিমান, স্টেশন, জাহাজ, বন্দর সব বেছে দিচ্ছে এই সরকার।’

Advertisements

সপা প্রধান আরও বলেন, সৌন্দর্যায়নের কথা বলে কাশী ভেঙে চুরমার করে দিয়েছে এই দল । বিধানসভা ভোটের পর বিজেপিকে খুঁজেও পাওয়া যাবে না। যে পথ দিয়ে বিজেপি ঢুকেছে সেই দরজা বন্ধ করে দেবে জোট। ক্ষমতায় থাকা বিজেপির লোকেরা কৃষকদের খুন করেছে। বারাণসীতে ঐতিহাসিক জনসভা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, হারের কথা মনে পড়েছে বিজেপির। উত্তরপ্রদেশ নির্বাচনের ষষ্ঠ পর্যায়েই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে বিজেপি।’

Advertisements

অন্যদিকে বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। বারাণসী আসার পথে গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। আমি বিজেপিকে ভয় পাই না, রুখে দাঁড়াই। আমার ওপর আগে এত অত্যাচার হয়েছে তাও কোনওদিন ঝুঁকিনি। আমাকে দেখে গালিগালাজ করছিল, গাড়ি থেকে নেমে চ্যালেঞ্জ করি। আমাকে গালিগালাজ করার জন্য ধন্যবাদ, বোঝাই যাচ্ছে বিজেপি হারছে। ভয় পাচ্ছো তো? হাজারবার আসব, এখানেও খেলা হবে।’