Advertisements

Mallikarjun Kharge: ‘বিজেপি ইলেক্টোরাল বন্ড থেকে টাকা হাতিয়েছে’, অভিযোগ খাড়গের

লোকসভা ভোটের প্রাক্কালে ফের একবার বড় মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আজ শুক্রবার বেঙ্গালুরুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন- না খাউঙ্গা, না খানে দুঙ্গা। আজ সুপ্রিম কোর্ট ফাঁস করে দিয়েছে কীভাবে বিজেপি ইলেক্টোরাল বন্ড থেকে টাকা হাতিয়ে নিয়েছে।”

Advertisements

ইলেক্টোরাল বন্ড মামলায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে তিরস্কার করে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত স্টেট ব্যাংকের কাছে জানতে চায়, বন্ড নম্বর কেন প্রকাশ করা হয়নি। ব্যাংক কেন আলফা সংখ্যাসূচক নম্বরটি জানায়নি? আদালত এসবিআইকে বন্ড নম্বর প্রকাশ করার নির্দেশ দিয়েছে। সিল করা খামে রাখা তথ্য নির্বাচন কমিশনকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত, কারণ তাদের তা আপলোড করতে হবে। আদালত বলেন, বন্ড কেনা ও ভাঙানোর তারিখ উল্লেখ করা উচিত ছিল।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনে তথ্য আপলোড করতে হবে। সুপ্রিম কোর্ট বলছে, বন্ড নম্বর দিয়ে জানা যাবে কোন দাতা কোন পক্ষকে দান করেছেন। এখন এই মামলার পরবর্তী শুনানি হবে সোমবার অর্থাৎ ১৮ মার্চ। এর আগে আজ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল এবং এটি লাইভ স্ট্রিমও করার কথা ছিল। তবে এখন সোমবার এই মামলার শুনানি হবে।

Advertisements

সম্প্রতি সুপ্রিম কোর্টে এক হলফনামা জমা করে এসবিআই , তাতে জানানো হয় ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২২ হাজার ২১৭টি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে। তার মধ্যে থেকে ২২ হাজার ৩০টি বন্ড ভাঙিয়েছে রাজনৈতিক দলগুলি। আর বাকি বন্ডগুলির টাকা জমা পড়েছে প্রধানমন্ত্রীর কিছু ত্রাণ তহবিলে। এর পরেই বন্ডের যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে জমা দিয়ে তা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ।

 

Advertisements