Maldives: মোদীকে ‘জোকার’ বলে ঠাট্টা করা মন্ত্রীদের সতর্ক করল মালদ্বীপ সরকার

ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Maldives) অবমাননাকর মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালদ্বীপ সরকার। এক বিবৃতিতে সেদেশের সরকার জানিয়েছে, এই মতামত সম্পূর্ণ ওই মন্ত্রীর…

ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Maldives) অবমাননাকর মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালদ্বীপ সরকার। এক বিবৃতিতে সেদেশের সরকার জানিয়েছে, এই মতামত সম্পূর্ণ ওই মন্ত্রীর নিজস্ব মতামত। মালদ্বীপ সরকার এই বক্তব্যকে সমর্থন করে না।

Advertisements

এদিন এক সরকারী বিবৃতিতে বলা হয়, “মালদ্বীপ সরকার বিদেশী নেতা এবং উচ্চ পদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য সম্পর্কে সচেতন। এই মতামতগুলি ব্যক্তিগত এবং মালদ্বীপ সরকারের মতামতের প্রতিনিধিত্ব করে না।”

Advertisements

পাশাপাশি এটাও বলা হয়, “সরকার বিশ্বাস করে যে মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক ও দায়িত্বশীল উপায়ে ব্যবহার করা উচিত, এবং এমন উপায়ে ব্যবহার করা উচিত নয় যা ঘৃণা, নেতিবাচকতা বাড়িয়ে দেয়। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যেন এটি মালদ্বীপ এবং তার আন্তর্জাতিক পার্টনারদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে বাধাগ্রস্ত না করে। সরকার এ ধরনের অবমাননাকর মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফর নিয়ে মালদ্বীপের এক মন্ত্রী মরিয়ম শিউনাসহ রাজনীতিবিদরা ঠাট্টা করার পর বিতর্কের সৃষ্টি হয়।

মালদ্বীপের যুব ক্ষমতায়নের উপমন্ত্রী শিউনা এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীকে ‘ক্লাউন’ এবং ‘ইজরায়েলের পুতুল’ বলে অভিহিত করেছেন। যদিও মাইক্রো ব্লগিং সাইটে সমালোচনার পর টুইটগুলি সরিয়ে নেওয়া হয়।

মালদ্বীপের আরেক নেতা এবং মালদ্বীপের সিনেটের প্রগ্রেসিভ পার্টির সদস্য জাহিদ রমিজ লাক্ষাদ্বীপ দ্বীপের সৈকত নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে মন্তব্য করেছেন এবং ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের দেওয়া পরিষেবাগুলি মালদ্বীপের সরবরাহের থেকে বহুগুনে ভালো। তিনি লেখেন, “পদক্ষেপটি দুর্দান্ত। যাইহোক, আমাদের সঙ্গে প্রতিযোগিতা করার ধারণাটি বোকামি। আমরা যে পরিষেবা দিচ্ছি তা তারা কীভাবে সরবরাহ করতে পারে? তারা কিভাবে এত পরিচ্ছন্ন হতে পারে?”

এই মন্তব্যের ফলে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে ৮,০০০ এরও বেশি হোটেল বুকিং এবং মালদ্বীপের ২,৫০০ বিমানের টিকিট বাতিল করা হয়েছে।এদিকে, মালদ্বীপের এক মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করায় মালদ্বীপের কাছে তীব্র আপত্তি জানিয়েছে ভারত সরকার। ভারতীয় হাইকমিশনার বিষয়টি মালেতে মোহাম্মদ মুইজ্জুর নেতৃত্বাধীন সরকারের কাছে উত্থাপন করেছেন।