মালদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের আদ্দু শহর থেকে ভারতীয় সেনা (Indian Army) প্রত্যাহারের প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেনার পরিবর্তে মালদ্বীপে পাঠানো হবে ভারতীয় প্রযুক্তিবিদদের।
মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে ভারতীয় সেনার পরিবর্তে, প্রযুক্তিবিদরা এখন থেকে সেদেশের ভারতীয় সম্পত্তি দেখভালের কাজ করবে। মালদ্বীপ থেকে সেনা সরানো নিয়ে ভারতের তরফে জানানো হয়, দীর্ঘ সময় ধরে মালদ্বীপে মানবিক কারণে সহায়তা করে এসেছে সেনা। একাধিকবার ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করে দুর্গতদের উদ্ধার করা হয়েছে। তাই সেনা জওয়ানরা সরে গেলেও সমসংখ্যক প্রযুক্তিবিদদের সেদেশে পাঠাবে ভারত।
মালদ্বীপে মুইজ্জু সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারত ও মালদ্বীপের (India-Maldives row) মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে কারণ মুইজুকে চিনপন্থী বলেই মনে করা হয়। মুইজ্জু তার নির্বাচনী প্রচারপর্ব চালানোর সময় মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের বহিষ্কারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারতকে তাদের সশস্ত্র বাহিনী ফিরিয়ে নিতে বলেছেন। জানা গেছে আগামী ১০ মের মধ্যেই মালদ্বীপ থেকে সমস্ত সেনা সরিয়ে নেবে ভারত।