শিবাজি মূর্তি কাণ্ডে উত্তাল মহারাষ্ট্র, শিন্ডেকে ‘চপ্পল মেরে’ তাড়াতে পথে উদ্বব-শরদ

ছত্রপতি শিবাজীর মূর্তি (Shivaji Statue collapsed) ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল মহারাষ্ট্র (Maharshtra)। রবিবার এই ঘটনার প্রতিবাদ জানাতে মুম্বাইয়ের পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু…

Maharashtra opposition rally with footwear agaisnts the government over shivaji statue collapose

ছত্রপতি শিবাজীর মূর্তি (Shivaji Statue collapsed) ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল মহারাষ্ট্র (Maharshtra)। রবিবার এই ঘটনার প্রতিবাদ জানাতে মুম্বাইয়ের পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে উদ্বব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা-কংগ্রেস এবং এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sarad Pawar)। বিরোধীরা এই প্রতিবাদকে অভিনব করে তুলতে “চপ্পল জোড়ে মারো যাত্রা” নামকরণ করেন তাঁরা। প্রত্যেকের হাতেই এদিন ছিল হাওয়াই চপ্পল। অর্থ্যাৎ চপ্পল মেরেই বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী নেতারা। এদিন মুম্বাইয়ের হুতাতমা চক থেকে গেটওয়ে অব ইন্ডিয়ার শিবাজী মূর্তি পর্যন্ত পদযাত্রা করেন উদ্বব-শরদেরা। আর এই পদযাত্রাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। 

বছরে পথ দুর্ঘটনায় প্রাণ হারান দেড় লক্ষ মানুষ, সমাধান দিলেন নীতিন গডকরি

   

গত ২৬ অগস্ট মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলার একটি শিবাজী মূর্তি আচমকা ভেঙে পড়ে। আর তারপর থেকেই শুরু হয় বিতর্ক। কারণ গত বছরই ৩৫ ফিটের ওই শিবাজী মূর্তিটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা মূর্তি ভেঙে পড়ায় রাজ্যের পূর্ত মূর্তির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন বিরোধীরা। এমনকী বিরোধ বাড়তে থাকে জোট সরকারের অন্দরেও। ইস্যুটি থেকে দুরত্ব বাড়াতে শুরু করে অজিত নেতৃত্বাধীন এনসিপিও। সম্প্রতি একটি সামাজিক প্রকল্পের প্রচারে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও আমন্ত্রণ জানাননি উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 

‘ইজরায়েল যু্দ্ধই কাঁটা’, ত্যাগীর পদত্যাগে বিরোধ বাড়ছে মোদী-নীতীশের

ইতিমধ্যেই বিজেপির পূর্তমন্ত্রী রবীন্দ্র চৌহানের ইস্তফা দাবি করেছেন জোটসঙ্গী এনসিপিই। আর এই অশান্তি প্রশমনে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সক্রিয় হস্তক্ষেপ দাবি করেছেন উপমুখ্মন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। যা নিয়ে জোটের অন্দরেই বাড়ছে অশান্তি-উত্তেজনা। 

গুরুতর অসুস্থ আরজি করের ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোম, ভর্তি আইসিইউতে

অন্যদিকে ঘর গোছাচ্ছে শিবসেনা-কংগ্রেসের মহা আগাড়ি জোট। অন্যদিকে, অজিত পাওয়ারের ‘দলবদলু’ গোষ্ঠীর ভেতরেও ‘কানাঘুষো’ শুরু হয়েছে পুরনো আস্তানায় ফিরে আসার জন্য। আঠাশ জনের মধ্যে ইতিমধ্যে ১৪ জন বিধায়ক দলের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছিলেন শরদ পাওয়ার। অন্যদিকে এনডিএর মধ্যে ক্ষোভের কারণে শিন্ডে গোষ্ঠী ছাড়তেও তৈরি একদল শিবসেনা বিধায়ক।