Maharashtra Crisis: পাওয়ার পলিটিক্স ওষুধে চাঙ্গা উদ্ভব দিলেন নতুন শিব সেনা গড়ার ডাক

পাওয়ার পলিটিক্স জমছে। শরদ পাওয়ারের টোটকা নিয়ে চাঙ্গা শিব সেনা প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তিনি বিদ্রোহী বিধায়কদের উদ্দ্যেশ্যে দিলেন কড়া বার্তা। ওরা চলে…

Maharashtra Crisis: পাওয়ার পলিটিক্স ওষুধে চাঙ্গা উদ্ভব দিলেন নতুন শিব সেনা গড়ার ডাক

পাওয়ার পলিটিক্স জমছে। শরদ পাওয়ারের টোটকা নিয়ে চাঙ্গা শিব সেনা প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তিনি বিদ্রোহী বিধায়কদের উদ্দ্যেশ্যে দিলেন কড়া বার্তা। ওরা চলে যেতে চাইলে যাক। আমি নতুন শিব সেনা গড়ব। উদ্ভবের এমন বার্তার পর মহারাষ্ট্রে (Maharashtra Crisis) শোরগোল।

গত কয়েক দিন ধরেই সরকার রক্ষা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। এরই মধ্যে বিক্ষুব্ধ শিবিরের নেতা একনাথ শিন্ডে এবং বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন উদ্ভব। বিক্ষুব্ধ শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে বার্তা, ক্ষমতা থাকলে তাঁদের নিয়ে গিয়ে দেখাও যারা তোমাদের নির্বাচিত করেছে। দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উদ্ধভ জানিয়ে দেন, শিবসেনার কর্মীরাই তাঁর দলের সম্পদ। যতদিন তাঁরা সঙ্গে রয়েছেন, ততদিন অন্য কাউকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন না তিনি৷ শিবসেনা নিজেদের লোকেদের দ্বারাই প্রতারিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এই বিক্ষুব্ধদের টিকিট দিয়ে ভুল করেছি। আপনাদের মধ্যে অনেকেই টিকিট প্রত্যাশী ছিলেন। তাঁরা আপনাদের কঠিন পরিশ্রমের কারণে জয়লাভ করেছে। আর এখন শিবসেনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে৷ আপনারা বিপদের সময়েও সঙ্গে রয়েছেন।

Advertisements

উদ্ভব বলেন, আমি নিজে একনাথ শিন্ডের সঙ্গে জোটের বিষয়ে কথা বলেছি। জোট যাতে না ভাঙে সেকথাই বলেছি। কিন্তু শিন্ডের কথায় বিধায়করা চায় বিজেপির সঙ্গে জোট৷ আমি বলেছি এই বিধায়কদের আমার কাছে নিয়ে আসতে আমি কথা বলব৷ বিজেপি আমাদের কোনও কথা দাবি পুরণ করেনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। বিক্ষুব্ধদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে৷ একবার বিজেপিতে গেলে সব ধুয়ে মুছে সাফ। আমাদের সঙ্গে থাকলে তাঁদের জেল হবে। এটা বন্ধুত্ব?

বিক্ষুব্ধ শিবিরকে উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রীর বার্তা, যদি শিবসেনা থেকে কেউ মুখ্যমন্ত্রী হয় তাহলে যাও। যদি উপমুখ্যমন্ত্রী হতে চাও তাহলে এসো আমি বসাবো। একইসঙ্গে শিব সেনা কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, যদি কর্মীরা মনে করেন, তিনি দলের অযোগ্য, তাহলে তিনি এখনই দলের সভাপতি পদ ছাড়তে রাজি। শিবসেনার একটা মতাদর্শ রয়েছে, বিজেপি সেটাকে শেষ করতে চায়। বিক্ষুব্ধদের অনেকেই জয়লাভ করতে পারবে না৷