Bangladesh: উথালি পাথালি পদ্মায় নৌকা মিছিল, পদ্মা সেতু উদ্বোধনে জনস্রোত

পদ্মার এপার ওপারে কুল ভেঙে জনপ্লাবন যেন জলে গিয়ে পড়বে এমনই অবস্থা। সরকারে থাকা দল আওয়ামী লীগের দাবি পদ্মা সেতু উদ্বোধন দেখতে প্রায় দশ লক্ষ…

পদ্মার এপার ওপারে কুল ভেঙে জনপ্লাবন যেন জলে গিয়ে পড়বে এমনই অবস্থা। সরকারে থাকা দল আওয়ামী লীগের দাবি পদ্মা সেতু উদ্বোধন দেখতে প্রায় দশ লক্ষ মানুষের সমাবেশ থেকে ভাষণ দেবেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, বিশ্ব জোড়া আলোচিত এই সেতু শুধু যাত্রী আসা যাওয়ার জন্য নয় দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক পণ্য পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

পদ্মা সেতু উদ্বোধনের আগেই বাংলাদেশ সরকারের সেতু বিভাগ ইঙ্গিত দিয়েছে, এই সেতুর মধ্যে রেলপথ এশিয়া ও ইউরোপের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ ঘটাতে চলেছে। পরিকল্পনা অনুযায়ী সিঙ্গাপুর থেকে বাংলাদেশ হয়ে ভারত, পাকিস্তান, আফগানিস্তান পেরিয়ে ইউরোপে যে রেলপথ হবে। সেই রেলপথের মধ্যে পড়ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

পড়ুন: Bangladesh: ভারত থেকে আনা পাথরে সর্বনাশী নদীর শাসন, আজ নজির গড়া পদ্মা সেতুর উদ্বোধন

বাংলাদেশ সরকারের দাবি, এই সেতু অভিনব কারণ এর ভূকম্পন প্রতিরোধ ব্যবস্থা বিশ্বে নজিরবিহীন। রিখটার স্কেলে ৯ মাত্রার কম্পন রোধ করতে পারা সেতু বিশ্বে প্রথম স্থাপিত হলো বাংলাদেশে।

পদ্মা সেতু উদ্বোধন ঘিরে বর্ণিল পদ্মার দুই পার। পদ্মা নদীর উপরে ৬.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই সেতু। এই সেতু উদ্বোধন ঘিরে নাশকতার আশঙ্কা করেছে বাংলাদেশ সরকার। ফলে নিরাপত্তার কড়াকড়ি। চিনা প্রযুক্তি, বাংলাদেশের টাকা ও ভারত সহ ৩৫টি দেশের বিভিন্ন উপকরণ নিয়ে তৈরি পদ্মা সেতু ইতিমধ্যেই আন্তর্জাতিক প্রশংসায় ভরপুর।