Maharashtra Crisis: সুপ্রিম কোর্টে হার ঠাকরের, আস্থা ভোটের আগেই ইস্তফার ইচ্ছা

মহারাষ্ট্র নাটকের মহাপর্বের (Maharashtra Crisis) সুচনা সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালতের রায়ে বিরাট ধাক্কা খেল উদ্ভব ঠাকরে শিবির৷ বৃহস্পতিবার আস্থা ভোটের মুখোমুখি হতে হবে শিব সেনা…

Uddhav

মহারাষ্ট্র নাটকের মহাপর্বের (Maharashtra Crisis) সুচনা সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালতের রায়ে বিরাট ধাক্কা খেল উদ্ভব ঠাকরে শিবির৷ বৃহস্পতিবার আস্থা ভোটের মুখোমুখি হতে হবে শিব সেনা সভাপতি তথা মুখ্যমন্ত্রীকে৷ কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। এই মুহুর্তে সেই জল্পনা তুঙ্গে।

Advertisements

মহারাষ্ট্রে ঠাকরের সরকারকে ছুঁড়ে ফেলতে রাজ্যপালের কাছে আস্থা ভোটের প্রস্তাব দিয়েছে বিজেপি সহ নির্দলগুলি। বৃহস্পতিবার আস্থা ভোট। তার আগে সরকার টেকাতে শেষ চেষ্টা চালাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ঠাকরে৷ সুপ্রিম কোর্টে হোঁচট খেল সেনা শিবির৷

   

সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আস্থা ভোটের সম্মুখীন হতে হবে তা আগেই আন্দাজ করতে পেরেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷ তাই ক্যাবিনেট বৈঠকে মন্ত্রিসভার সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেইসঙ্গে যারা তাঁকে পিছন থেকে ছুরি মেরেছেন তাঁদেরও সমালোচনা করতে পিছপা হননি৷ তবে ইস্তফার ব্যাপারে তখনও মুখ খোলেননি ঠাকরে।

কিন্তু সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হতেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন উদ্ভব৷ তিনি যে আস্থা ভোটের লড়াইতে নামবেন না তা নিশ্চিত।