Maharashtra Crisis: হামলার ভয়ে বাড়তি নিরাপত্তা বিদ্রোহী শিব সেনা বিধায়কদের

মহারাষ্ট্রের রাজনীতিতে যে চরম নাটকীয়তা (Maharashtra Crisis) চলেছে সেই রেশ ধরে বুধবার মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের পদত্যাগে একটি পর্ব শেষ।এখন আরব সাগরের পাড়ে নতুন পর্ব সুচনা হতে চলেছে।আজই মহারাষ্ট্রে ফিরতে পারেন শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা৷ তাই সমস্ত বিধায়কদের বাড়ি এবং অফিসে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। তাদের নিয়ে বিজেপি ফের জোট সরকার করতে চলেছে এ রাজ্যে।

Advertisements

মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল উদ্ধব ঠাকরের ইস্তফার পর তাঁর অনুগামী শিব সেনা সমর্থকর পথে নেমে বিক্ষোভ দেখাতে পারেন৷ কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, উদ্ভব ঠাকরের ইস্তফার পরেই সরকার গঠন তোড়জোড় শুরু করেছে বিজেপি। মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল জানিয়েছেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে৷ একটি প্রতিনিধি দল আজ দিল্লিতে গিয়ে অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করবেন৷ এরপরেই বিজেপির তরফে নেওয়া হবে সরকার গড়ার পরবর্তী পদক্ষেপ৷

Advertisements

উদ্ভব ঠাকরের ইস্তফার পর কংগ্রেস নেতা অশোক চৌহান বলেন, মহারাষ্ট্র বিকাশ আগাধি সরকারে আমরা সকলকে নিয়ে চলার চেষ্টা করেছি। সরকারের সমস্ত কাজে আমরা মানুষের সমর্থন পেয়েছি। সেই সরকার পড়ে যাওয়ায় গোটা রাজ্য শোকাহত। গত আড়াই বছরে আমরা করোনা মতো মহামারীর সঙ্গে লড়াই করেছি৷ নতুন যারা সরকারে আসবে তাঁদেরকে আগাম শুভেচ্ছা। রাজনীতি থেকে দূরে সরে মানুষের কথা ভাবুক এই সরকার৷