Maharashtra Crisis: শিব সেনা জোটের পতন, ইস্তফা দিলেন ঠাকরে

মহারাষ্ট্র নাটকের মহাপর্বের (Maharashtra Crisis) এক অধ্যায় শেষ। ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। বৃহস্পতিবার আস্থা ভোটের মুখোমুখি হবেন না তিনি। Advertisements মহারাষ্ট্রে ঠাকরের সরকারকে ছুঁড়ে…

Uddhav Thackeray resigns

মহারাষ্ট্র নাটকের মহাপর্বের (Maharashtra Crisis) এক অধ্যায় শেষ। ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। বৃহস্পতিবার আস্থা ভোটের মুখোমুখি হবেন না তিনি।

Advertisements

মহারাষ্ট্রে ঠাকরের সরকারকে ছুঁড়ে ফেলতে রাজ্যপালের কাছে আস্থা ভোটের প্রস্তাব দেয় বিজেপি সহ নির্দলগুলি। বৃহস্পতিবার আস্থা ভোট। তার আগে সরকার টেকাতে শেষ চেষ্টা চালাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ঠাকরে৷ সুপ্রিম কোর্টে হোঁচট খেল সেনা শিবির৷ এরপর বিবৃতি দিয়ে ইস্তফা দিলেন ঠাকরে।

   

সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আস্থা ভোটের সম্মুখীন হতে হবে তা আগেই আন্দাজ করতে পেরেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷ তাই ক্যাবিনেট বৈঠকে মন্ত্রিসভার সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেইসঙ্গে যারা তাঁকে পিছন থেকে ছুরি মেরেছেন তাঁদেরও সমালোচনা করতে পিছপা হননি৷

Advertisements

একইসঙ্গে বিক্ষুব্ধদের উদ্দেশ্যে তাঁর বার্তা, যাদের সব দিয়েছি, তারাই আমার সঙ্গে এমনটা করল। যাদের আমি একটা সময় অবিশ্বাস করতাম, আজ কঠিন সময়ে তারাই আমার পাশে ছিল৷ অশোক চৌহান নিজে আমায় বলেন, যদি এনসিপি এবং কংগ্রেসের জন্য অসুবিধা হয় আমরা সরে যেতে রাজি। কিন্তু নিজের লোকেরা এরকম করবে এটা কল্পনার বাইরে৷

যদি কিছু বলার থাকত গুয়াহাটিতে গিয়ে কেন? বর্ষা অথবা মাতশ্রীতে এসে বলতে পারত। এখন তো কেন্দ্র সরকারের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এমনকি মিলিটারি ফোর্স নামানো হয়েছে৷ আমি সংখ্যাতত্ত্ব বুঝিনা। যেটা বুঝি সেটা হল কাজ। যদি বুদ্ধি থাকত মানুষের কাজ করত৷