Maharashtra Crisis: উত্তেজিত শিব সেনা সমর্থকদের ভাঙচুর শুরু, মহারাষ্ট্রে কড়া সতর্কতা

মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট (Maharashtra Crisis) তীব্র। সরকার যদি পতন হয় তাহলে বিক্ষুব্ধ বিধায়করা দলীয় সমর্থকদের রোষে পড়তে চলেছেন। রাজ্য জুড়ে জমায়েত শুরু হয়েছে উত্তেজিত শিব…

Shib Sena Maharashtra Crisis: উত্তেজিত শিব সেনা সমর্থকদের ভাঙচুর শুরু, মহারাষ্ট্রে কড়া সতর্কতা

মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট (Maharashtra Crisis) তীব্র। সরকার যদি পতন হয় তাহলে বিক্ষুব্ধ বিধায়করা দলীয় সমর্থকদের রোষে পড়তে চলেছেন। রাজ্য জুড়ে জমায়েত শুরু হয়েছে উত্তেজিত শিব সৈনিকদের। মুম্বই শহরের সর্বত্র বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও করতে তৈরি শিব সেনা। পরিস্থিতি সামাল দিতে রাজ্য জুড়ে জারি হলো সতর্কতা। একের পর এক বিদ্রোহী বিধায়কদের কার্যালয়ে হামলা শুরু হয়েছে। চলছে ভাঙচুর। পরিস্থিতি আরও ঘোরালো হবার আশঙ্কা।

মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সমর্থকরা প্রবল ক্ষুব্ধ। তাঁরা মাতশ্রী ভবন ঘিরে রেখেছেন। সূত্রের খবর, দলীয় সমর্থকদের চাঙ্গা মনোভাবে উৎফুল্ল উদ্ভব ঠাকরে। তবে তিনি নির্দেশ দেন অশান্তি যাতে না ছড়ায়। কিন্তু  উত্তেজনা বাড়ছেই।

   

এদিকে বিক্ষুব্ধ শিব সেনা বিধায়করা মন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে এখনও গুয়াহাটিতে আছেন। তাঁদের কড়া নিরাপত্তায় রেখেছে অসমের বিজেপি সরকার। গুয়াহাটিতে ক্রমাগত বেড়ে চলেছে শিবসেনার ‘বিক্ষুব্ধ’ বিধায়ক সংখ্যা। শিন্ডের দাবি ৫০ জন বিধায়ক তাঁর সঙ্গে রয়েছে। এর মধ্যে ৪০ জনই শিবসেনার।

শিন্ডে শিবিরের অভিযোগ, উদ্ভব ঠাকরে কোনওভাবেই প্রয়াত বালাসাহেব ঠাকরের কড়া মারাঠি আবেগ ও হিন্দুত্ববাদী ভাবধারা মানছেন না। তাঁর কাছে শিব সেনার বিধায়করা তেমন গুরুত্বপূর্ণ নন। তিনি জোট সরকারের দুই শরিক এনসিপি ও কংগ্রেসকে বেশি গুরুত্ব দেন। বিদ্রোহী একনাথ শিন্ডের আরও দাবি, উদ্ভব ঠাকরে এই জোট ছেড়ে পুরনো অবস্থানে ফিরুন।

শিন্ডের দাবি মানলে মহরাষ্ট্রে অ-বিজেপি জোট সরকার থাকবে না। শিবসেনা ও বিজেপি জোট ফের ক্ষমতায় আসবে। কিন্তু উদ্ভব ঠাকরে বিদ্রোহী বিধায়কদের মুম্বই এসে তাঁর সঙ্গে কথা বলতে আহ্বান জানান। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর বাসভবন ত্যাগ করে নিজের বাড়ি মাতশ্রী চলে যান।

জোটের অন্যতম শরিক এনসিপি। দলনেতা শরদ পাওয়ার প্রবলভাবে অ-বিজেপি জোট ধরে রাখতে মরিয়া। এনসিপি ও কংগ্রেস সম্পূর্ণরূপে উদ্ভব ঠাকরে কে সমর্থন করেছে। তবে দুটি দলই অভিযোগ করে, শিব সেনার অভ্যন্তরীণ কোন্দল থেকে এই রাজনৈতিক সংকট হয়েছে।

এদিকে শিন্ডের পক্ষে বিধায়ক সংখ্যা বেশি হওয়ায় ক্রমে দূর্বল হচ্ছেন উদ্ভব। আস্থা ভোটের কথা উল্লেখ করে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া শরদ পাওয়ার এখন সরকার রক্ষা নিয়ে চিন্তায় পড়েছেন। মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের বাসভবন ‘মাতশ্রী’তে বৈঠক করেন তিনি। সঙ্গে যান অজিত পাওয়ার, জয়ন্ত পাটিল এবং প্রফুল্ল প্যাটেল।