Maharashtra: মহারাষ্ট্রে রাস্তায় জ্বলছে বাস, সারি সারি যাত্রীর দেহ উদ্ধার

মুম্বই নাগপুর হাইওয়ের উপর মর্মান্তিক দৃশ্য। কমপক্ষে ২৬ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করছে পুলিশ।

মহারাষ্ট্রের (mahasrashtra) সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২৬ জন নিহত। বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। এই বাস টি ইয়াবত্মাল থেকে পুনে যাচ্ছিল। বুলধানা জেলায় শনিবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বুলধানার ডেপুটি এসপি বাবুরাও মহামুনি জানান “বাস থেকে ২৬টি মৃতদেহ বের করা হয়েছে। বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন ৬-৮ জন। আহতদের বুলধানা সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।”

   

বুলধানার এসপি সুনীল কাদসানে জানিয়েছেন, বাসের চালক নিরাপদ রয়েছেন। টায়ার ফেটে বাসটি উল্টে যায় যার। ফলে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন