মাদ্রাসায় কোরানের পাশাপাশি কম্পিউটার শেখানোর পরামর্শ বিজয়বর্গীয়র

Vijayvargiya Comment in Official File Causes Major Administrative Fallout
Vijayvargiya Comment in Official File Causes Major Administrative Fallout

মাদ্রাসায় (Madrasa) পড়ুয়াদের কোরানের পাশাপাশি কম্পিউটারও শেখানো উচিৎ বলে মনে করেন বর্ষীয়ান বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya)। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় রবিবার বলেন, মাদ্রাসার ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত করতে হলে এই সব প্রতিষ্ঠানে কুরআনের সঙ্গে কম্পিউটারকে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, যাতে তাদের ছাত্র-ছাত্রীরাও ডাক্তার ও ইঞ্জিনিয়ার হতে পারে।

বিজয়বর্গীয় ইন্দোরে এক সাংবাদিক বৈঠকে বলেন, “আমাদের এতে কোনও আপত্তি নেই যে আপনি একটি মাদ্রাসায় কোরান অধ্যায় করুন। কিন্তু মাদ্রাসার পড়ুয়াদের অন্য হাতে কম্পিউটার দিতে হবে, যাতে তারাও আধুনিক শিক্ষা লাভ করতে পারে।”

   

তিনি বলেন, ‘অনেকেরই ধারণা মাদ্রাসায় অধ্যয়নরত একজন ব্যক্তি ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে পারে না। আমরা চাই, মাদ্রাসায় অধ্যয়নরত একজন ব্যক্তিও যেন ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, তাই কোরান ছাড়াও মাদ্রাসায় অন্যান্য শিক্ষা দেওয়া হোক।” বিজেপির সাধারণ সম্পাদক বলেন, আসাম ও উত্তর প্রদেশে মাদ্রাসায় আধুনিক শিক্ষার ‘ব্যবহার’ শুরু হয়েছে।

বিজয়বর্গীয় অবশ্য মাদ্রাসা পড়াশোনার প্রশ্নকে ‘বিস্তৃত বিষয়’ হিসেবে বর্ণনা করে বলেন, সরকার ও সমাজ উভয়কেই এ বিষয়ে বিবেচনা করতে হবে। তিনি বলেন, “সমাজ বড় বড় অভিযোগ করতে পারে যে মাদ্রাসায় প্রদত্ত শিক্ষাকে নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু আমরা আজকের সময়ে মাদ্রাসাগুলির শিক্ষার উপর কোনও নিয়ন্ত্রণ রাখতে চাই না।”

উদয়পুরে দর্জি কানহাইয়ালালকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিজয়বর্গীয় বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বে ভারতের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে, কিন্তু কিছু শক্তি এই ধরনের ঘটনার কারণে দেশকে হেয় প্রতিপন্ন করতে চায় এবং এই শক্তিগুলি যেন ‘রাজনৈতিক পৃষ্ঠপোষকতা’ না পায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন