বাংলার অভিজিতের পথেই ভোপালের বিচারপতি যোগ দিলেন বিজেপিতে

বাংলার অভিজিত গঙ্গোপাধ্যায়ের মতো মধ্যপ্রদেশের আরও এক বিচারপতি যোগ দিলেন বিজেপিতে। ভোপালে হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি। সম্প্রতি বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন। তারপরই শনিবার মধ্যপ্রদেশ…

Rohit Arya

বাংলার অভিজিত গঙ্গোপাধ্যায়ের মতো মধ্যপ্রদেশের আরও এক বিচারপতি যোগ দিলেন বিজেপিতে। ভোপালে হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি। সম্প্রতি বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন। তারপরই শনিবার মধ্যপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতির হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। তাঁর একাধিক রায় নিয়ে প্রশ্ন উঠেছিল। বিতর্ক তৈরি হয়েছিল তাঁর অনেক মন্তব্য ঘিরে।

না থেকেও আছেন তিনি! রাজ্য কমিটির বৈঠকের আগে শুভেন্দুদের মাথাব্যথা দিলীপই?

অনেকে তাঁকে মধ্যপ্রদেশের ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়’ বলেন। অবসর নেওয়ার দু’মাস পরে তিনি রাজনীতিতে যোগ দিলেন। ২০২১ সালে বিখ্যাত কমেডিয়ান মুনওয়ার ফারুকির জামিনের আবেদনও খারিজ করে দিয়েছিলেন এই প্রাক্তন বিচারপতি। তারপর মুনওয়ারও সুপ্রিম কোর্টে আবেদন জানালে বিচারপতির রায় খারিজ করে সুপ্রিম কোর্ট। জামিন পান ওই জনপ্রিয় কমেডিয়ান।

পুরীর জগন্নাথ মন্দির ও রথযাত্রার ইতিহাস

২০২০ সালে একটি মামলায় প্রথম তাঁর নাম শিরোনামে উঠে আসে। শ্লীলতাহানির একটি মামলায় তিনি অভিযুক্তকে ‘অদ্ভুত’ শর্ত দিয়ে জামিন দিয়েছিলেন। শর্ত হিসাবে বলেছিলেন, অভিযুক্তকে রাখিবন্ধন উৎসবের দিন ওই মহিলার বাড়িতে রাখি এবং মিষ্টি নিয়ে যেতে হবে। ওই মহিলা তাঁকে রাখি পরালে তবেই জামিন মিলবে অভিযুক্তের। পরে তাঁর ওই রায় খারিজ করে সুপ্রিম কোর্ট।

Advertisements

৭০ দিনেও গুনে শেষ করা যাবেনা? কী পাওয়া গেল পুরীর রত্ন ভান্ডার থেকে!

১৯৮৪ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন রোহিত আর্য। কোম্পানি, দেওয়ানী সংক্রান্ত মামলায় খ্যাতি অর্জন করেছিলেন। একাধিক কেন্দ্রীয় সংস্থাতেও আইনজীবী হিসেবেও কাজ করেন তিনি। ২০১৩ সালে বিচারপতি হন। তারপর দীর্ঘ এক দশকে একাধিক মামলার রায় দিয়েছেন। তবে অধিকাংশ মামলায় তাঁর রায়ে তৈরি হয়েছে বিতর্ক।