ভিড়ে গমগম করা লখনউ আদালতে গুলি করে খুনের ঘটনা (Lucknow Court Shootout) ঘটল। ভয়াবহ পরিস্থিতি। এর জেরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফের সমালোচিত। তার শাসনে অপরাধীদের দৌরাত্ম বেড়েছে বলে অভিযোগ।
মুখতার আনসারির সহযোগী গ্যাংস্টার সঞ্জীব জিভাকে লখনউ আদালতে গুলি করে হত্যা করা হয়েছে। একজন আইনজীবীর ছদ্মবেশে আততায়ী এসে সঞ্জীব মহেশ্বরী জিভার উপর গুলি চালায়।
লখনউ আদালতের বাইরে খুনের ঘটনা ঘটে।এক তরুণী জখম হয়। এক নাবালিকাও জখম হয়েছে। উত্তর প্রদেশের রাজধানীতে ঘটা এই গুলি কান্ডে ফের সমালোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।
আদালতেই নিহত জিভা গাংস্টার মুখতার আনসারির ঘনিষ্ঠ সহযোগী, বিজেপি বিধায়ক ব্রহ্মদত্ত দ্বিবেদীর হত্যা মামলার সহ-অভিযুক্ত ছিল। এই মামলায় মুখতার আনসারিও একজন অভিযুক্ত।