LPG Cylinder: মাসের শুরুতে আরও সস্তা হল সিলিন্ডার, খুশিতে লাফাচ্ছেন কলকাতাবাসী

বর্তমান সময়ে দেশজুড়ে লোকসভা ভোটের আবহ চলছে। এদিকে এই ভোটের আবহে একপ্রকার মাস্টারস্ট্রোক দিল কেন্দ্রের মোদী সরকার। ফের একবার রান্নার গ্যাসে ব্যাপক স্বস্তি দিল সরকার।…

বর্তমান সময়ে দেশজুড়ে লোকসভা ভোটের আবহ চলছে। এদিকে এই ভোটের আবহে একপ্রকার মাস্টারস্ট্রোক দিল কেন্দ্রের মোদী সরকার। ফের একবার রান্নার গ্যাসে ব্যাপক স্বস্তি দিল সরকার। আজ অর্থাৎ মে মাসের প্রথম দিনটা স্বস্তির খবর দিয়ে শুরু হয়েছে। আসলে তেল বিপণন সংস্থাগুলি টানা দ্বিতীয় মাসের জন্য এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমিয়েছে। আজ ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হল।

দেশে চলমান লোকসভা নির্বাচনের মাঝেই দিল্লি থেকে মুম্বই পর্যন্ত সিলিন্ডারের দাম কমেছে ১৯-২০ টাকা অবধি। নতুন সিলিন্ডারের দাম IOCL এর ওয়েবসাইটে আপডেট করা হয়েছে, যা আজ থেকেই প্রযোজ্য হবে বলে খবর। তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, রাজধানী দিল্লিতে ৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১ মে থেকে ১৯ টাকা কমানো হয়েছে এবং এর দাম ১৭৬৪.৫০ টাকা থেকে কমে এখন ১৭৪৫.৫০ টাকা হয়েছে। একইভাবে, মুম্বাইয়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭১৭.৫০ টাকা থেকে ১৯ টাকা কমে এখন ১৬৯৮.৫০ টাকায় বিক্রি হচ্ছে।

   

অন্যদিকে চেন্নাইতেও এই এলপিজি গ্যাস সিলিন্ডার ১৯ টাকা সস্তা হয়েছে এবং এর দাম ১৯৩০ টাকা থেকে কমে ১৯১১ টাকা হয়েছে। তবে সবথেকে বড় কথা, আজ বুধবার কলকাতায় কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১ টাকা বেশি অর্থাৎ ২০ টাকা কমানো হয়েছে এবং আগে ১৮৭৯ টাকায় বিক্রি হত সিলিন্ডার সেখানে আজ দাম কমে বিক্রি হচ্ছে ১৮৫৯ টাকায়।